• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে ভাদ্র ১৪৩২ রাত ০৯:২১:৪৭ (04-Sep-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে: কামাল উদ্দিন

৪ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৯:৪৯

সংবাদ ছবি

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ বাজারের কুমিল্লা -চাঁদপুর (আঞ্চলিক) মহাসড়কে প্রদক্ষিণ শেষ সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন।

আলোচনা সভায় ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি মোল্লা মোহাম্মদ হোসেন মাহমুদ, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল সর্দার,  হাজীগঞ্জ পৌর ছাত্রদলের  সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহার মামুন। র‍্যালিতে বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ