একটা দল চায় না দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক: তানভীর হুদা
মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, একটা দল চায় না দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। তারা নির্বাচন বানচালের জন্য দেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে।৩১ অক্টোবর শুক্রবার বিকেলে মতলব পৌরসভার ১ নং ওয়ার্ডের খেয়াঘাট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত উঠান বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তানভীর হুদা বলেন, তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নই দেশের মুক্তি ও উন্নয়নের একমাত্র পথ। এই দফাগুলোই নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা। দীর্ঘ ১৭ বছর ধরে দেশজুড়ে অন্যায়, দুঃশাসন ও দুর্নীতির যে জাল বিস্তৃত হয়েছে। তা ছিন্ন করতে হলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে।তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটের প্রয়োজন আছে বলে মনে করে বিএনপি কিন্তু সে গণভোট হতে হবে জাতীয় নির্বাচনের দিন। তাহলে অর্থের অপচয় হবে না। স্বাধীনতা বিরোধী একটি দল চায় এই বিষয়টাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করে তুলতে। এই সাধারণ মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি। আওয়ামী লীগের প্রশাসন ও সন্ত্রাসীরা ভোট সেন্টার দখল করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এবার সেই সুযোগ এসেছে ভোট দেওয়ার।সভায় ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আ. মতিন ফরাজীর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ ফরাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবকে সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরো, মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহ্ গিয়াস, যুবদল নেতা জসিম উদ্দিন, মৎস্যজীবী দল নেতা মনির হোসেন মৃধা, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজী প্রমুখ।