পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সাবেক শিক্ষা অফিসারসহ উত্তরা গ্রীণ টি কারখানার চেয়ারম্যান ও একজন পরিচালককে হাজতে পাঠিয়েছেন আদালত।
পঞ্চগড় আমলী আদালত-১ এর বিচারক এ আদেশ দেন, বলে নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী কামরুজ্জামান রাশেদ।
তিনি বলেন, আসামিদের নামে সমন জারীর পর দীর্ঘসময় আদালতে হাজীর না হওয়ায়, গ্রেফতারি পরোয়ানা জারী হয়। আজকে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে, বিচারক জামিন না মঞ্জুর করে হাজতে পাঠানোর আদেশ দেন। তাদের বিরুদ্ধে ৪০৬,৪২০ ও ৫০৬ ধারাসহ বিভিন্ন অভিযোগ ছিল।
মামলার নথি সূত্র জানা যায়, চলতি বছরের জুলাই মাসে উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রিজের একজন পরিচালক আব্দুর রাজ্জাক, বাদী হয়ে বিজ্ঞ আদালতে ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছিল অবৈধভাবে কারখানা পরিচালনা, অর্থ আত্মসাৎ অন্য পরিচালকদের বঞ্চিত, নিয়মবহির্ভূতভাবে চা কারখানা ভাড়া দেওয়া।
আসামিরা হলেন, উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আইরিন পারভীন, তার স্বামী পঞ্চগড়ের সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বোরহান উদ্দিন, তারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মোহাম্মদপুর এলাকার ব্লক-এ ১/১২ ইকবাল রোডের বাসিন্দা। কারখানাটির একজন পরিচালক শাহ আলম মিঠু (৪৬)। তিনি রংপুর কোতয়ালি উপশহর উত্তরা কেল্লবন্দ এলাকার মকবুল হোসেনের ছেলে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available