বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বাংগালপাড়া ও কুতুবেরচর গ্রামে জিঞ্জিরাম নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন ।
৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের জিঞ্জিরাম নদীর ভাঙনের শিকার বাংগাল পাড়া ও কুতুবেরচর এলাকা পরিদর্শন করেন তিনি।
এ পরিদর্শনের মাধ্যমে তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন। ভাঙনের তীব্রতা দেখে তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে তাৎক্ষণিক কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং যাদের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে তাদের ঢেউটিন, খাদ্য সামগ্রীসহ তাদের পুনর্বাসনের আশ্বাস দেন। কর্মকর্তাদের কাছে পেয়ে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে ।
পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ হাবিবুর রহমান সুমন, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সচিব সুজন আলী, ইউপি সদস্য শেখ ফরিদ, ইউপি সদস্য আকরাম হোসেনসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এসময় নদীর তীব্র ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট জোর দাবি জানান এলাকাবাসী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available