• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ সকাল ০৯:৪৭:০৪ (17-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ সকাল ০৯:৪৭:০৪ (17-Jul-2025)
  • - ৩৩° সে:

অসহায় মায়ের পাশে নারায়ণগঞ্জ সদর ইউএনও জাফর সাদিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ ফতুল্লার পূর্ব শিয়াচর এলাকার দুই সন্তানের মা রাদিয়া সুলতানা ইমার পাশে দাঁড়ালেন ইউএনও জাফর সাদিক। বড় সন্তানের বয়স ১০ বছর। ছোট সন্তানের বয়স মাত্র ১৯ দিন।তিনি সরকারি তোলারাম কলেজের সমাজ কর্ম বিভাগের একজন মেধাবী ছাত্রী। এ বছর ফার্স্ট ক্লাস ফলাফল পেয়ে অনার্স শেষ করেছেন। কিন্তু তার কিছুদিন পূর্বেই ছয় মাস আগে তার স্বামী তাকে ও দুই  সন্তানকে রেখে নতুন একজনকে বিবাহ করে। সে সময় রাদিয়া সুলতানা তার দ্বিতীয় সন্তান সম্ভবা ও অন্ত:সত্তা ছিলেন। উল্টো পাষণ্ড স্বামী নানা হয়রানিমূলক মামলা করে তাকে নাজেহাল করে রাখে।আর্থিক টানাপড়েন ও পরিবারে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার মত কেউ না থাকায় সমস্যা ও সংকটে দিন পার করছিলেন রাদিয়া সুলতানা। কিন্তু তার দৃঢ় মনোবল তাকে তার নিজের পায়ে দাঁড়ানোর শক্তি যোগায় । দুই সন্তান মানুষ করার জন্য তিনি নিজের পায়ে দাঁড়াতে চান। দীর্ঘসময় আর্থিক সংস্থান না হওয়ায় তোলারাম কলেজের মাস্টার্সে ভর্তির শেষ দিনে তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর শরণাপন্ন হয়। সবকিছু শুনে অসহায় গৃহিণীকে তাকে ভর্তির জন্য ৫ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন ইউএনও জাফর সাদিক। রাদিয়া সুলতানা অশ্রুসজল চোখে ইউএনও'র মানবিক আচরণের জন্য তাকে দোয়া করেন। তার এ ধরনের মানবিক কার্যক্রম দেশের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস সচেতন মহলের।