চাটমোহর (পাবনা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের চাটমোহর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রহিমা রেজাকে বহিষ্কার করা হয়েছে।
গত ১ সেপ্টেম্বর সোমবার চাটমোহর উপজেলা মহিলা দলের সভাপতি আসমা খন্দকার ডলি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আপনি রহিমা রেজা চাটমোহর উপজেলা মহিলা দলের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে দলের শৃঙ্খলা প্রতিনিয়ত ভঙ্গ করায় দলের সম্মান রক্ষা না করে দলকে প্রশ্নবিদ্ধ করেছেন। আপনি নিয়মিত বিভিন্ন প্রকার মাদকসেবন ও বিক্রি করে দলের সম্মান নষ্ট করছেন। আপনি চাটমোহর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা ও জেলা মহিলা দলের সহ সভাপতি যিনি দলের একজন নিবেদিত নেতা তাকে আপনি গত ২৩ আগস্ট পরিকল্পিত ভাবে মারপিট করে দলের শৃঙ্খলা মারাত্মকভাবে লঙ্ঘন করেছেন। সে কারণে আপনি দলের যে পদে আছেন সেই পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কার আদেশ বলবৎ থাকা অবস্থায় আপনি কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাসহ অংশগ্রহণ করতে পারবেন না। আদেশ অমান্যে আপনাকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের চাটমোহর উপজেলা শাখার সভাপতি আসমা খন্দকার ডলি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা মহিলা দলের সভাপতি পূর্ণিমা ইসলাম বলেন, বিষয়টি আমি জেনেছি। তবে আমার উপজেলা সভাপতি আমাকে কিছু না জানিয়েই রহিমাকে বহিষ্কার করেছে। বহিষ্কার করার পরে তিনি আমাকে বিষয়টি জানিয়েছেন। তবে এ ব্যাপারে আমি দুঃখ প্রকাশ করছি।
ঘটনার বিষয়ে জানতে বহিষ্কৃত উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রহিমা রেজাকে ফোন দেওয়া হলে এ বিষয়ে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available