• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ রাত ১১:৪৭:১২ (02-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাঙ্গাবালী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জোনায়েদ বহিষ্কার

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জোনায়েদ হোসেনকে  বহিষ্কার করেছে জেলা কমিটি।২৬ আগস্ট মঙ্গলবার জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রাশীদের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।চিঠিতে বলা হয়, সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।এ সিদ্ধান্তে অনুমোদন দেন পটুয়াখালী  জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ।একই সঙ্গে ছাত্রদলের সব স্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।