• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৪:৩৫ (05-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমারখালীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস পালন

৮ আগস্ট ২০২৫ সকাল ১১:৪৫:০৫

সংবাদ ছবি

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনু্ষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৭ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিলাইদহে স্মৃতিবিজড়িত রবীন্দ্র কুঠিবাড়ী চত্বরে বিশ্বকবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বকুলতলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম মিকাইল ইসলাম। শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টোডিয়ান আল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তিয়াশা চাকমা। রবীন্দ্রনাথের জীবন, দর্শন ও সাহিত্যকর্মের উপর আলোচনা করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান,

আরও বক্তব্য রাখেন কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহীন, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহামুদ প্রমুখ।

এদিকে কবিগুরুর জন্মবার্ষিকী জাতীয় ও আরম্ভরপূর্ণ ভাবে পালিত হয়। তবে প্রয়াণ দিবসটি উপলক্ষে কবিগুরুর স্মৃতিবিজড়িত কুঠিবাড়িতে জাতীয়ভাবে কোনো আয়োজন না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ও রবীন্দ্র ভক্তরা।

বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, অনেকটা সুনসান নিরোবতা। হাতে গোনা গুটিকয়েক দর্শনার্থী ও ভক্তরা এসেছেন বিভিন্ন এলাকা থেকে।

এসময় কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহীন বলেন, জন্মবার্ষিকীতে জাতীয়ভাবে আরাম্ভরপূর্ণ তিন দিনব্যাপী আয়োজন করা হয়ে থাকে। তখন দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্তবৃন্দর পদচারণায় মুখরিত থাকে কুঠিবাড়ি। তবে প্রয়াণ দিবসে অনেকটায় ভাটা পড়ে থাকে। প্রয়াণ দিবসও জাতীয়ভাবে পালনের দাবি জানান তিনি।

প্রয়াণ দিবসের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে এসেছে কুমারখালী সরকারী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী লুকাইবা রশিদ আনিনা বলে, কবিগুরুর জন্মবার্ষিকীর অনু্ষ্ঠানের মতো প্রয়াণ দিবসেও গান করতে এসেছি। তবে প্রয়াণ দিবসে থাকেনা তেমন আয়োজন। এটিও জাতীয়ভাবে পালন করা উচিৎ।

কবিগুরুর ৮৪ তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, গান, কবিতা ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন রবীন্দ্র কু্ঠিবাড়ির কাস্টোডিয়ান আল আমীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, জন্মবার্ষিকীর ন্যায় প্রয়াণ দিবসটিও জাতীয়ভাবে পালনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
নারায়নগঞ্জে ৫ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
৫ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২২:১৯


সংবাদ ছবি
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এক সপ্তাহে ১২ জনের মৃত্যু
৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৫:১৭





সংবাদ ছবি
দুনিয়া
৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৩৫:৪৪


সংবাদ ছবি
নুরের শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল
৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৬:২৯