সিনিয়র স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে নিজের শক্তিমত্তা বাড়ানোর চেষ্টায় আছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দিপু। নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির উপর নির্দেশনা রয়েছে দ্রুত জেলা বিএনপির সম্মেলনের আয়োজন অথবা নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে নেতৃত্বের ব্যর্থতা দলের নীতি নির্ধারকের নিকট দৃশ্যমান হয়, যেকোন সময় ভেঙ্গে পড়তে পারে জেলা বিএনপি।
এছাড়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের আয়োজন এবং নেতৃত্বের গ্রহণযোগ্যতা প্রতিয়মান করার লক্ষ্যে একটি সময়সীমাও বেধে দেয়া হয়েছে দলের নীতি নির্ধারকের পক্ষ থেকে বর্তমান জেলা বিএনপি কমিটির জন্য। এদিকে নারায়ণগঞ্জ বিএনপিতে নিজের শক্তি ও প্রভাব বাড়াতে তৎপর দিপু ভূইয়া । যার ফলে তার সঙ্গী হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান কমিটির সদস্য এবং ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুুকে তার সাথে কমিটিতে চাইছেন। তবে জেলা বিএনপিতে একই মতাদর্শের নেতাদের দ্বারা কমিটি গঠন এবং সম্মেলনের নেতা নির্বাচনের সম্ভাবনা খুবই ক্ষীণ। যার ফলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান এবং বিগত কমিটির সম্মেলনের আলোচিত নেতা নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবকে নিয়ন্ত্রণ করতে না পেরেই এই ফন্দি এটেছেন বলে সূত্র জানিয়েছে।
সূত্র বলছে, গত ২ ফেব্রুয়ারি মামুন মাহমুদকে জেলা বিএনপির আহ্বায়ক করে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি গঠনের দেড় মাস পর ৩৩ পদে পূর্ণ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু পূর্ণ আহ্বায়ক কমিটির সাথেও সর্বত্র আলোচিত সকল থানা/উপজেলা কমিটির নেতৃত্বের পরিবর্তন বা সাংগঠনিক ভিত্তি মজবুত করতে কিন্তু সময়ের সাথে সাথে বরাবরই নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক গতি নিয়ে প্রশ্ন উঠতে থাকে। কেননা দলীয় সভা সমাবেশ থেকে শুরু করে নেতৃত্বের পরিবর্তনের তীব্র দাবি থাকলেও তার আমলে নিয়ে কোন প্রকার ব্যবস্থা নিতে পারেনি এবং সভা সমাবেশগুলোতে তাদের নেতৃত্বে জেলা বিএনপির অর্ন্তগত সকল থানা/উপজেলা থেকে শুরু করে সহযোগী সংগঠনগুলো স্বতঃফূর্ত অংশগ্রহণের অভাব মোটা দাগে জেলা বিএনপির বরাবর বিগত সময় প্রতিনিয়ত উপস্থাপিত হচ্ছে।
যার ফলে দলের নীতি নির্ধারকের নিকট হতে বেশ কয়েকদিন আগে জেলা বিএনপিকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তাদের নেতৃত্বের সকল ব্যর্থতার গ্লানি মুছে জেলা বিএনপিতে সম্মেলনের আয়োজনের মধ্য দিয়ে নেতা নির্বাচিত হওয়ার জন্য দলীয় নীতি নির্ধারকের নির্দেশনা রয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। তবে জেলা বিএনপির কমিটি অক্ষত থাকছে বা ভাঙছে এই বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত দলীয় নীতি নির্ধারকদের হাতেই রয়েছে। তবে তাদের দেয়া কার্যক্রমের উপরই নির্ভর করবে, জেলা বিএনপির বর্তমান কমিটির অবস্থান।
অপরদিকে জেলা বিএনপির বর্তমান কমিটি নিয়ে চলমান অবস্থাকে পুঁজি করে নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে নিজের প্রভাব বাড়াতে চাইছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দিপু। কারণ তিনি বর্তমান কমিটির পূর্বের কমিটি গঠনের সময়ে দল থেকে শীর্ষ পদের নেতৃত্বের জন্য তাকে বলা হলে তিনি অপরাগতা প্রকাশ করে, তিনি নিশ্চিত করে জেলার রাজনীতিতে তিনি নেতৃত্বে থাকতে চান না। তবে তার বদলে তার বিশ^স্ত এক নেতাকে জেলা বিএনপির শীর্ষ পদে অধিষ্ঠিত করেন। পরবর্তীতে সেই কমিটি তদন্ত কমিটি সুপারিশে বিলুপ্ত ঘটলে দিপু ভূইয়া খোদ নিজেই জেলা বিএনপির রাজনীতিকে নিয়ন্ত্রণে রাখতে নিজেই নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে ফিরেন।
জেলা বিএনপির নেতৃত্বে ফিরে কিন্তু বর্তমান জেলা বিএনপির সাংগঠনিক ভিত্তি নিয়ে আলোচনা-সমালোচনা চলমান থাকার সুযোগে এবার তার নেতৃত্বে এবং তার পছন্দের নেতাকে নিয়ে জেলা বিএনপি নিয়ন্ত্রণের নয়া মিশনে নেমেছেন। সূত্র নিশ্চিত করেছে তার পছন্দের নেতা অর্থাৎ তার সঙ্গী হিসেবে পেতে চাচ্ছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান কমিটির সদস্য এবং ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুকে। অপরদিকে বর্তমান কমিটিতে জেলা বিএনপিতে সবচেয়ে সম্ভাবনাময় নেতা হিসেবে রয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব। তবে দিপু ভূইয়ার রাজনৈতিক মতাদর্শের নেতা রাজীব না হওয়ায় শহিদুল ইসলাম টিটুকে সঙ্গী হিসেবে পেতে চান দিপু ভূইয়া। কিন্তু শেষতক দীপুর এই চাওয়া পূর্ণ হচ্ছে কিনা তা সম্পূর্ণ দলের নীতি নির্ধারকদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available