• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩২ রাত ০৩:৪৩:৩৩ (03-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গুনিয়ায় ৪০ বছর ধরে পতিত পড়ে আছে আমিরাতের বাদশা শেখ জায়েদের ১২০ একর জমি

১২ আগস্ট ২০২৫ সকাল ১১:০৪:০৩

সংবাদ ছবি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে সংযুক্ত আরব আমিরাতের প্রয়াত বাদশাহ শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নামে হস্তান্তরকৃত প্রায় ১২০ একর জমি চার দশক ধরে পরিত্যক্ত পড়ে রয়েছে। এক সময় এতিমখানা ও সমাজসেবামূলক প্রকল্প গড়ে তোলার উদ্দেশ্যে জমিটি আমিরাত সরকারকে উপহার দেওয়া হলেও এখন পর্যন্ত সেখানে কোনও কার্যক্রম শুরু হয়নি। ফলে জমিটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

১৯৮৪ সালে বাংলাদেশ সফরের সময় শেখ জায়েদ একটি এতিমখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেন। পরবর্তী বছর, ১৯৮৫ সালে তৎকালীন সরকার বেতাগী ইউনিয়নের কাপ্তাই সড়ক ও কর্ণফুলী নদীবেষ্টিত এলাকায় জমিটি অধিগ্রহণ করে মাত্র এক টাকায় আমিরাত সরকারের নামে হস্তান্তর করে। এরপর এলাকায় প্রাচীর, গেট, রাস্তা, বিদ্যুৎ ব্যবস্থা এবং হেলিকপ্টার অবতরণের অবকাঠামো নির্মাণ করা হয়। তবে প্রকল্পটি আর বাস্তব রূপ পায়নি।

বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম বলেন, ‘এই জমি দেওয়ার ফলে এলাকার বহু পরিবার বসতভিটা হারিয়েছে, ফসলি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এত বছরেও কিছুই হয়নি। জনগণ এখন জানতে চায়-এই জমি দিয়ে আদতে কী হবে?’

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের জানুয়ারিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. খুরশিদ আলম প্রজেক্ট এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। সে সময় ৭ হাজার কোটি টাকার একটি আধুনিক হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট স্থাপনের প্রস্তাব ছিল। তবে তা আর অগ্রসর হয়নি।

জমিটির অবস্থানগত দিক থেকেও গুরুত্ববহ। ২৬ কিলোমিটারের মধ্যে চট্টগ্রাম শহর, পার্শ্ববর্তী রাউজান, হাটহাজারী, কাপ্তাই, রাঙামাটি, বান্দরবান, বোয়ালখালী, পটিয়া এবং নদীপথে মাত্র ১০ কিমি দূরে চট্টগ্রাম বন্দর। ফলে হাসপাতাল, মেডিকেল কলেজ কিংবা প্রশিক্ষণ ইনস্টিটিউটের জন্য জায়গাটি খুবই উপযুক্ত বলে মনে করেন সংশ্লিষ্টরা।

স্থানীয় যুবক মো. ইউসুফ বলেন, ‘এই প্রজেক্টে এখনো অনেক সুযোগ আছে। এখানে জনস্বার্থে বড় ধরনের কিছু করা গেলে পুরো অঞ্চলের উপকার হবে।’

এলাকাবাসীর মতে, এত গুরুত্বপূর্ণ জমি এভাবে পড়ে থাকা কাম্য নয়। সরকারের উচিত জমিটির প্রকৃত মালিকানা, ব্যবস্থাপনা ও সম্ভাব্য ব্যবহার নিয়ে একটি স্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা। তাহলে এটি হয়ে উঠতে পারে একটি আন্তর্জাতিকমানের স্বাস্থ্য, শিক্ষা বা সমাজসেবামূলক প্রকল্পের কেন্দ্র।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ভেদরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু, আহত ১
২ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:১৪:৪১



সংবাদ ছবি
রাজধানীর মৌচাকে মসজিদে আগুন
২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮:১০





সংবাদ ছবি
এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:০৭