ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত ও ভোক্তা সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
১২ আগস্ট মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে নাজিরহাট পৌরসভার মাইজভান্ডার সড়কে এ অভিযান পরিচালিত হয়।
এসময় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে মাবিয়া বেকারি এন্ড সুইটসকে এক লক্ষ টাকা এবং নুর বেকারিকে পঁচাত্তর হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও ফটিকছড়ি থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, খাদ্যদ্রব্য উৎপাদনে স্বাস্থ্যবিধি মেনে চলতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available