স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে র্যাব-১১।
১১ আগস্ট সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধকল্পে উপজেলার পাঁচকানির কান্দি এলাকা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৬ জন ডাকাতকে গ্রেফতার করে এবং পিরোজপুরের বটতলা থেকে ১০১ কেজি গাঁজাসহ ১টি মিনি ট্রাক জব্দ করা হয়। এসময় তাদের কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল,ছুরি, সুইচ গিয়ার ও দা উদ্ধার করা হয়।
বিকেলে সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু, সাইফুল ইসলাম ওরফে সাকিব,মানিক, সাদ্দাম, সহিদ ও মনির হোসেন।
তিনি জানান, দীর্ঘদিন যাবত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজের টোলপ্লাজার অভিমুখে যানজটে বা কৃত্রিমভাবে যানজট সৃষ্টি করে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীবাহী ও মালবাহী গাড়িতে আক্রমণ করে যাত্রী ও চালকদের মোবাইল, স্বর্ণালংকার, নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে ছয়জনকে আটক করলে তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র করা হয়।
তিনি আরও জানান, পিরোজপুর বটতলা এলাকা থেকে ১০১ কেজি গাঁজা সহ ১টি মিনি ট্রাক জব্দ করা হয়। পালিয়ে যায় আসামিরা। তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available