• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৪:১০:২৫ (04-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের স্বার্থ অগ্রাধিকার পাবে: সিনিয়র সচিব মো. মোখলেস

১২ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৩৫

সংবাদ ছবি

খুলনা ব্যুরো: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেছেন, সাহস করে সত্য কথা বলার লোক যদি না থাকে তা হলে দেশে কোনো সংস্কার ফলপ্রসূ হবে না। তাই আমরা যেন সাহস হারিয়ে না ফেলি। দলাদলির বাইরে থেকে দায়িত্ব পালনের চর্চা করা উচিত।

তিনি বলেন, পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠতে না পারলে বিতর্কের জন্ম হবে। সংকীর্ণতা জাতিগতভাবে আমাদের পিছিয়ে দিতে পারে। দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের স্বার্থ অগ্রাধিকার পাবে। রাষ্ট্রীয় স্বার্থ দেখার লোক না থাকলে সাধারণ মানুষের যাওয়ার কোনো জায়গা থাকবে না। 

১২ আগস্ট মঙ্গলবার দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে খুলনা বিভাগের সকল বিভাগীয় কর্মকর্তা, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও সুধীজনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।

সিনিয়র সচিব বলেন, আপনি আপনার যোগ্যতা নিয়ে কাজ করতে থাকুন। আপনার দক্ষতা কাজে লাগানোর প্রয়োজনে কর্তৃপক্ষ আপনাকে খুঁজে নিতে বাধ্য হবে। সাহস ও সততা থাকলে মানুষ তার জীবনের পরীক্ষায় উতরে যায়। 
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পরে আমাদের বোধোদয় হয়েছে। এখন কার কোথায় সীমাবদ্ধতা, তা খুঁজে বের করে অতিক্রম করতে হবে। আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের কাজে যুক্ত হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে। সবাই মিলে নির্বাচনকে যেন গৌরবময় পর্যায়ে নিয়ে যেতে পারি। আমাদের সফল হওয়ার বিকল্প নেই।

খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের মুক্ত আলোচনার পূর্বে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, খুলনা নৌঅঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, পুলিশের রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ