• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ভাদ্র ১৪৩২ দুপুর ১২:২১:১২ (03-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গাবালীতে শিক্ষককে মারধরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন

২৮ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:১৪:৩৭

সংবাদ ছবি

ছবির ক্যাপশন: শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর রাঙ্গাবালী সদরের বাহেরচর বাজারের চৌরাস্তায় মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লক্ষ্মীবেষ্টিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হানিফ মোল্লাকে মারধরের ঘটনায় ফুঁসে উঠেছে শিক্ষক সমাজ।

এ ঘটনার প্রতিবাদে চতুর্থবারের মত ২৮ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের বাহেরচর বাজারের চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এবার উপজেলার সর্বস্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের ব্যানারে এ আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের পাশাপাশি শিক্ষার্থীরাও অংশ নেন। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, গত ২৪ আগস্ট রাতে চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন বাজারে পরিকল্পিতভাবে শিক্ষক আবু হানিফের ওপর সন্ত্রাসী হামলা হয়। এ ঘটনায় জড়িত হামলাকারীরা এখনও গ্রেফতার হয়নি।

বক্তারা বলেন, শিক্ষক মানুষ গড়ার কারিগর। সেই শিক্ষকের ওপর হামলা শিক্ষক সমাজ মেনে নেবে না। শিক্ষককে এভাবে মারধর করা শিক্ষা পরিবেশ ও সামাজিক নিরাপত্তার জন্য হুমকি। হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। এ সময় হামলার শিকার শিক্ষককে এখনও হুমকি-ধামকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়। তাই ওই শিক্ষকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন বক্তারা।

এসময় বক্তব্য রাখেন- উপজেলার আমলিবাড়িয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাহবুবুর রহমান, রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন নেছার ও বড়বাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব হুসাইন প্রমুখ।

উল্লেখ্য, সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদে সোচ্চার থাকায় এ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন শিক্ষক আবু হানিফ মোল্লা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
রিয়েলমির ‘৮২৮ ফ্যান ফেস্টিভাল’ উদযাপন
৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:১০:১৮





সংবাদ ছবি
বামনায় ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:০৭:৩২




সংবাদ ছবি
ঘাসের বস্তায় মিললো ১ লাখ ৩০ হাজার ইয়াবা, আটক ১
৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪১:৩২