রাঙ্গাবালীতে শিক্ষককে মারধরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লক্ষ্মীবেষ্টিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হানিফ মোল্লাকে মারধরের ঘটনায় ফুঁসে উঠেছে শিক্ষক সমাজ।এ ঘটনার প্রতিবাদে চতুর্থবারের মত ২৮ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের বাহেরচর বাজারের চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।এবার উপজেলার সর্বস্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের ব্যানারে এ আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের পাশাপাশি শিক্ষার্থীরাও অংশ নেন। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, গত ২৪ আগস্ট রাতে চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন বাজারে পরিকল্পিতভাবে শিক্ষক আবু হানিফের ওপর সন্ত্রাসী হামলা হয়। এ ঘটনায় জড়িত হামলাকারীরা এখনও গ্রেফতার হয়নি।বক্তারা বলেন, শিক্ষক মানুষ গড়ার কারিগর। সেই শিক্ষকের ওপর হামলা শিক্ষক সমাজ মেনে নেবে না। শিক্ষককে এভাবে মারধর করা শিক্ষা পরিবেশ ও সামাজিক নিরাপত্তার জন্য হুমকি। হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। এ সময় হামলার শিকার শিক্ষককে এখনও হুমকি-ধামকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়। তাই ওই শিক্ষকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন বক্তারা।এসময় বক্তব্য রাখেন- উপজেলার আমলিবাড়িয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাহবুবুর রহমান, রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন নেছার ও বড়বাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব হুসাইন প্রমুখ।উল্লেখ্য, সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদে সোচ্চার থাকায় এ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন শিক্ষক আবু হানিফ মোল্লা।