• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই ভাদ্র ১৪৩২ সকাল ১০:৫২:০১ (31-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নুরুর ওপর হামলার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ, জাপা অফিস ভাংচুর : আহত ১৫

৩০ আগস্ট ২০২৫ রাত ০৮:১৬:৫১

সংবাদ ছবি

বাবুল আকতার, খুলনা ব্যুরো : খুলনায় জাতীয় পার্টি (জাপা) জেলা ও মহানগর কার্যালয়ে হামলা চালিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। তবে পুলিশি তৎপরতায় তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারেনি। হামলাকারীরা প্রধান ফটকের সাইনবোর্ড ভেঙে ফেলে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। গণ অধিকার পরিষদের দাবি, পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় তাদের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

৩০ আগস্ট শনিবার বিকেল ৫টার দিকে নগরীর ডাকবাংলো মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গণ অধিকার পরিষদের একটি মিছিল ডাকবাংলা মোড়ে জাপার কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয়। তখন জাপার নেতা-কর্মীরা দ্রæত অফিস থেকে বের হয়ে ফটকগুলো তালাবদ্ধ করে। এ সময় মিছিলকারীরা গেট ভাঙার চেষ্টা করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে একটি গেট ভেঙে ফেললেও অপরটি ভাঙতে পারেনি। তবে সাইনবোর্ড ভাংচুর করে। জাতীয় পার্টি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।  বিক্ষোভকারীরা চলে যাওয়ার সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

জাতীয় পার্টির খুলনা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু জানান, শনিবার সারাদিন আমরা অফিসেই ছিলাম। আসরের আগে অনেকেই পাশের মসজিদে নামাজ পড়তে গেলে ৫০-৬০ জনের গণ অধিকার পরিষদের একটি মিছিল কার্যালয়ের সামনে আসে। তখন আমরা দ্রুত অফিস থেকে বের হয়ে ফটকগুলো তালাবদ্ধ করি। তারা গেট ভাঙার চেষ্টা করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় মিছিলকারীরা অফিসের সাইনবোর্ড ভাংচুর  করে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘গণ অধিকার পরিষদের কিছু নেতাকর্মী লাঠিসোটা নিয়ে মিছিল সহকারে জাতীয় পার্টি অফিসের সামনে আসে। তারা বিশৃঙ্খলা চালানোর চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। অফিসের সাইনবোর্ড ভাঙা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

হামলার বিষয়টি স্বীকার করে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক এস কে রাশেদ বলেন, ‘জাতীয় পার্টি অফিসের সামনে গেলে সেখানকার নেতাকর্মী ও পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
ভারতীয় পণ্যসহ নবীনগরে ৩ জন আটক
৩১ আগস্ট ২০২৫ সকাল ০৯:৪১:২০