• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই ভাদ্র ১৪৩২ সকাল ১০:৫৪:০৩ (31-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বকশীগঞ্জে জোরপূর্বক জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

৩০ আগস্ট ২০২৫ রাত ০৮:২৮:৪৭

সংবাদ ছবি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে জামালপুর-১ আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থী নাজমুল হক সাঈদীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

৩০ আগস্ট শনিবার দুপুর ১২টায় পৌর এলাকার পাখিমারা জিগাতলা গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলন করেন জিগাতলা গ্রামের হোসনেয়ারা বেগম, কালা মিয়া ও দুলাল মিয়া। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দুলাল মিয়া বলেন,  জিগাতলা গ্রামের ফেরদৌস মিয়ার সঙ্গে আমাদের স্বত্ব দখলীয় ১৩ শতাংশ জমি নিয়ে আমার মা বুলি বেগমের আদালতে মামলা চলে আসছে। বর্তমানে আদালতে মামলাটি চলমান রয়েছে।

মামলা নিষ্পত্তি না হতেই আমাদের দখলীয় বসতভিটার ১৩ শতাংশ জমি শুক্রবার জামায়াতের শুরা সদস্য নাজমুল হক সাঈদী ও মুক্তিযোদ্ধা শরিফ উদ্দিন এর প্রত্যক্ষ মদদে জোরপূর্বক দখল করে নেওয়া হয় এবং বাধা দিতে গেলে বাড়ির নারীদের শ্লীলতাহানী করা হয়। 

তিনি আরও বলেন, জামায়াত শিবিরের লোকজন আমাদের এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছেন। তাই আমরা জীবনের নিরাপত্তা চাই এবং আমাদের দখল হওয়া জমি ফেরত চাই। ভুক্তভোগীরা সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
ভারতীয় পণ্যসহ নবীনগরে ৩ জন আটক
৩১ আগস্ট ২০২৫ সকাল ০৯:৪১:২০