ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা এলাকায় একটি পাগলা ঘোড়া যাকে পাচ্ছে তেড়ে গিয়ে কামড়াচ্ছে এমন ঘটনায় অন্তত ২০ জন আহত এমন অভিযোগ পাওয়া গেছে। ৭ সেপ্টেম্বর রোববার সকালে উপজেলা সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহতদের মধ্যে গুরুতর কয়েকজন ও অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে।
খোজ নিয়ে জানা যায়, গত দুইদিনে পৌরসভার বিভিন্ন বয়সী নারী পুরুষ পাগলা ঘোড়াটির কামড়ে ও লাথিতে অন্তত বিশ জনের মতো আহত হয়েছে। পাগলা ঘোড়াটি বিভিন্ন স্থানে ঘুরছে আর সামনে যাকে পাচ্ছে কিছু বুঝে ওঠার আগেই কামড়ে ও লাথি মেরে আহত করছে।
আহতদের মধ্যে কয়েকজন হলেন, উপজেলার পৌর সদরের বাসিন্দা সাংবাদিক কাজী হাসান ফিরোজ (৬০), আতাউর রহমান (৫৫), মো. সিদ্দিক (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬), আলেয়া বেগম (৩৪)। বাকিদের প্রাথমিকভাবে নাম পরিচয় জানা সম্ভব হয়নি। এছাড়াও অনেকেই বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী মো. নিজাম খান বলেন, কলেজ রোড থেকে শুরু করে চৌরাস্তাসহ পৌর সদরের বিভিন্ন স্থানে গত দুই দিনে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হন। ঘোড়াটি যাকে পাচ্ছে তেড়ে গিয়ে তাকেই কামড়াচ্ছে। ধারণা করা হচ্ছে ঘোড়াটিকে কোনো পাগলা কুকুর কামড়ানোর পর ঘোড়াটিও পাগলের মতো আচরণ করছে।
ঘোড়ার কামড়ে আক্রান্ত সাংবাদিক কাজী হাসান ফিরোজ বলেন, সকালে বাড়ি থেকে হাঁটার জন্য রেলস্টেশনে যাচ্ছিলাম। পথিমধ্যে চৌরাস্তায় পৌঁছালে একটি পাগলা ঘোড়া দৌড়ে এসে কামড় দেয়। তাৎক্ষণিক লোকজন এসে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে এখন বাড়িতে আছি। তবে আক্রান্ত স্থানে তীব্র ব্যাথা অনুভব হচ্ছে। আমার জানামতে আজ সকালেই কমপক্ষে ছয় জন আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ( পপ) কর্মকর্তা নাজমুল হাসান বলেন, পাগলা ঘোড়ার কামড়ে আহত বেশ কয়েকজন চিকিৎসা নিতে আসেন। আহতদের ব্যাথানাশক ওষুধ ও টিটেনাস ইনজেকশন দেওয়া হয়েছে। আহতদের ভাষ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে ঘোড়াটিকে কোনো পাগলা কুকুর কামড়িয়েছে। যার কারণে ঘোড়াটি এমন আচরণ করছে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শওকত আলী সত্যতা নিশ্চিত করে বলেন, স্হানীয়রা পাগলা ঘোড়াটি আটক করছে সংবাদ শুনে অফিসে লোক পাঠিয়েছি। এখনো সিদ্ধান্ত হয়নি কোন ব্যবস্হা গ্রহণ করবো। তবে জলাতঙ্ক হলে তিন চার দিনের মধ্যে মারা যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available