লংগদু (রাঙামাটি) প্রতিনিধি: পাহাড়ের প্রান্তিক পর্যায়ের মানুষের অসহায়ত্বের কথা চিন্তা করে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।
৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় লংগদু জোনের তত্ত্বাবধানে তাদের দায়িত্বপূর্ণ এলাকা বাঘাইছড়ি উপজেলার দূরছড়ি এলাকার উলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় লংগদু জোনের জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি"র নির্দেশনায় হতদরিদ্র, অসহায় এবং অসুস্থ নারী ও পুরুষদের মাঝে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন, ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স"র গাইনি বিশেষজ্ঞ মেজর তুর্ফা, লংগদু জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ।
এ সময় দুই শতাধিক পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ প্রদান, একই সময় আরও ৪ জন পাহাড়ি পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন লংগদু জোন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available