• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে ভাদ্র ১৪৩২ রাত ১১:২০:১৮ (08-Sep-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

জনগণের সমর্থনের বাইরে গিয়ে বিএনপি কোনো পদ্ধতিকে সমর্থন করবে না: তারেক রহমান

৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০২

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনেকে মনে করছেন, নির্বাচন সহজ হবে। এক বছর আগে বলেছিলাম, যত সহজ ভাবছি, তত সহজ নয় বিষয়টি। পারস্পরিক বিষয় দেখলে মনে হয়, সেই কথাই বোধহয় সত্য হতে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক অধিকার পুনরায় প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না।

তিনি বলেন, জনগণের সমর্থনের বাইরে গিয়ে বিএনপি কোনো পদ্ধতিকে সমর্থন করবে না।

৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জনগণ যা সমর্থন করে তার বাইরে কোনো পদ্ধতি বিএনপি অনুসরণ করবে না। গণতন্ত্রকে যাতে কেউ বিঘ্নিত করতে না পারে, সে জন্য গণতন্ত্রকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলগুলোকে ডেকেছে। সবাই মতামত দিয়েছে। বিএনপি যে সব বিষয়ে একমত হতে পারেনি, সে সব বিষয়ে আসুন জনগণের ওপর আস্থা রাখি। সিদ্ধান্তের দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা সরকার গঠন করতে সক্ষম হলে, কীসের ওপর ভিত্তি করে দেশ পরিচালনা করবে, তা আড়াই বছর আগেই আমরা উপস্থাপন করেছি।

এর আগে, সকালে দ্বি-বার্ষীক সম্মেলনের উদ্বোধন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া, দলটির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।

জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুর করিমের সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলন আরও বক্তব্য দেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক, সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, জেলা মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, ছাত্রদলের সভাপতি মো. কায়েস আলীসহ প্রমুখ।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালের ২৪ মে জেলা বিএনপির সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে সভাপতি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত তৈমুর রহমান, সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন।

দীর্ঘ ৮ বছর পর সোমবার জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন জেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী। আর সভাপতি প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা না থাকায় আগেই জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনকে নির্বাচিত ঘোষণা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নেপালে নিহতের সংখ্যা বেড়ে ২০
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৪৮:৪৫

সংবাদ ছবি
কুমিল্লায় মা-মেয়ে হত্যা: আটক ১
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৩৬:৫৫

সংবাদ ছবি
এক বছরে একটাও গুম হয়নি: অ্যাটর্নি জেনারেল
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:১১:১৫


সংবাদ ছবি
রাত পোহালে ডাকসুর ভোট, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৩:১৯


সংবাদ ছবি
হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর মরদেহ উত্তোলন
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০২:২৫

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে জটিল সমীকরণে মামুন মাহমুদ
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৪:১২

সংবাদ ছবি
নাগেশ্বরীতে সারের দাম বেশি রাখায় জরিমানা
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২২:৫০