• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে ভাদ্র ১৪৩২ রাত ১১:৪৮:১৭ (09-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাতক্ষীরার উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি, উন্নয়ন বাধাগ্রস্তে অপপ্রচারের নিন্দা

৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৬:০৩

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার ও যুব-ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টার পিএসের বরাদ্দ সিন্ডিকেট সাতক্ষীরায় ৩৯ কোটি টাকার বিশেষ বরাদ্দ" শিরোনামে সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরাম।

৯ সেপ্টেম্বর মঙ্গলবার সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের সভাপতি ইকবাল মাসুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদের শিরোনামে উল্লেখিত ৩৯ কোটি টাকার বিশেষ বরাদ্দের বিষয়টি অসত্য উল্লেখ্য করে বিবৃতিতে বলা হয়, বৈষম্যে জর্জরিত সাতক্ষীরা জেলা উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে এবং তা দ্রুত বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। এছাড়া সাতক্ষীরা জেলা বাংলাদেশের অন্যতম একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জেলা, যেটা জাতীয় রাজস্বতে একটি বড় ভূমিকা রাখে। সেই জেলায় গত ১৫ বছর কোনো উন্নয়নের ছোঁয়া পায়নি। এই জেলার রাস্তা-ঘাটের বেহাল দশা, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর অবস্থা জরাজীর্ণ। কৃষি, মৎস্যচাষ, কৃষি-রপ্তানি ও বাণিজ্যের কারণে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে ও জাতীয় অর্থনীতিতে দৃশ্যমান ভূমিকা থাকা সত্ত্বেও সাতক্ষীরা জেলা বৈষম্যের শিকার।

এছাড়াও এই জেলার উন্নয়নে প্রয়োজন নদীর বাঁধ ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধ নির্মাণ, জলাবদ্ধতা নিরসনের জরুরী ব্যবস্থা নেয়া, ভোমরা স্থল বন্দরের উন্নয়ন, সুন্দরবন টেক্সটাইল মিলস পুনঃপ্রতিষ্ঠা, আধুনিক স্টেডিয়াম ও সুইমিংপুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ, মৎস্য গবেষণা কেন্দ্র এবং হ্যাচারী ও আধুনিক ফ্রিজিং প্ল্যান্টসহ অবকাঠামো উন্নয়ন, পর্যটন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে এগিয়ে যাবে সাতক্ষীরাসহ দেশের অর্থনীতি।

অবহেলিত সাতক্ষীরা জেলায় বর্তমান সরকার এই বৈষম্য নিরসনের জন্য কিছু উন্নয়নের উদ্যেগ নিয়েছে ঠিক সেই সময় সাতক্ষীরার উন্নয়নকে পিছিয়ে দিতে ও এই অবহেলিত জেলার মানুষের উন্নয়নের বিরোধিতা করে একটি চক্রান্তকারী গোষ্ঠী সাংবাদিকদের ভুল বুঝিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে।

সাতক্ষীরা জেলাবাসীর পক্ষে এই মিথ্যা এবং বিভ্রান্তকর সংবাদের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরাম। পাশাপাশি এ ধরনের অপপ্রচার বন্ধ ও সাতক্ষীরার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছে সাতক্ষীরার সর্বস্তরের জনগণসহ এই সংগঠনটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯:০৭

সংবাদ ছবি
ড. কামাল হোসেন হাসপাতালে
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:৪৯

সংবাদ ছবি
শরীয়তপুরে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৪:৩৪