নিজস্ব প্রতিবেদক: দেশের প্রবীণ রাজনীতিবিদ ড. কামাল হোসেন বার্ধক্যজনিত অসুস্থতার কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ৯ সেপ্টেম্বর মঙ্গলবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার তাকে হাসপাতালে নেওয়া হয় এবং তার শরীরে একটি অস্ত্রোপচারও করা হয়েছে। অস্ত্রোপচারের পর ড. কামাল হোসেন এখন আগের চেয়ে ভালো আছেন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মিজানুর রহমান।
৮৮ বছর বয়সী এই রাজনীতিক সর্বশেষ গত ২৯ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে গণফোরামের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জনসম্মুখে এসেছিলেন। সেদিন তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক করে বলেছিলেন, একটি ‘অশুভ শক্তি’ দেশে নতুন করে সন্ত্রাস, চাঁদাবাজি ও খুনোখুনির পরিবেশ তৈরি করছে। সরকার এই শক্তিকে দমন করতে ব্যর্থ হলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available