• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:০২:৪৭ (03-Nov-2025)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে নিজ সন্তানকে হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন

১ আগস্ট ২০২৪ সকাল ১১:৩১:১৯

সংবাদ ছবি

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে প্রতিপক্ষকে ফাঁসাতে ৬ বছরের শিশুসন্তান রাকিবকে গলাটিপে হত্যার দায়ে মা রেশমা বেগম বুলির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

Ad

৩১ জুলাই বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রেশমা বেগম বুলি জয়পুরহাট সদর উপজেলার সগুনা গোপীনাথপুর গ্রামের আসাদুজ্জামান আসাদুলের স্ত্রী। তবে কারাদণ্ডপ্রাপ্ত আসামি বুলি বেগম পলাতক রয়েছেন।

Ad
Ad

মামলার বিবরণে জানা গেছে, আসাদুজ্জামান আসাদুলের ভাই ভাবির সাথে রেশমা বেগমের প্রায়ই ঝগড়া-ঝাটি হতো। তার ভাই ভাবির বাড়িতে একই গ্রামের মানিক হোসেন যাওয়া আসা করার কারণে তার সাথেও বিবাদে জড়ান রেশমা। এ কারণে মানিককে লাঠি দিয়ে বেধরক মারপিট করেন সে। এ ঘটনায় মানিকের স্ত্রী থানায় মামলা করলে কয়েকদিন জেল খাটেন রেশমা।

পরবর্তীতে জেল থেকে বের হয়ে ২০০৭ সালের ১৩ জুলাই সন্ধ্যায় আসাদুলের ভাই-ভাবি ও মানিককে ফাঁসাতে নিজের ৬ বছরের শিশুসন্তান রাকিবকে গলাটিপে হত্যা করেন। এ ঘটনায় শিশুটির বাবা আসাদুজ্জামান আসাদুল বাদি হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আদালত আজ এ রায় দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
বিএনপির ২৩২ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা
৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৪:৪৯







সংবাদ ছবি
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:২৩:৪৯




Follow Us