• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ বিকাল ০৪:৪৫:০৬ (02-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কুমিল্লায় গৃহবধূকে গলা কেটে হত্যার দায়ে প্রতিবেশীর যাবজ্জীবন কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় রান্না ঘরে ঢুকে গৃহবধূ শানু বেগমকে (৫০) গলাকেটে হত্যা দায়ে প্রতিবেশী মো. দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।৩১ আগস্ট রোববার বিকেলে কুমিল্লার বিজ্ঞ জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত আসামি মো. দেলোয়ার হোসেন কুমিল্লার সদর উপজেলাধীন ১নং কালীর বাজার ইউনিয়নের হাতিগাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। রায় ঘোষণাকালে আসামি দেলোয়ার হোসেন আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।মামলার বিবরণে সূত্রে জানা যায়, গোয়াল ঘরের জায়গার সীমানা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ২০১৯ সালের ৫ নভেম্বর ভোরবেলা জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের হাতিগাড়া গ্রামের শানু বেগম (৫০) তেলের পিঠা বানানোর সময় প্রতিবেশী দেলোয়ার হোসেন রান্না ঘরে প্রবেশ করেন। এসময় কারণ জানতে চাইলে দেলোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে বটি দা দিয়ে শানু বেগমের গলার কণ্ঠনালীতে কুপিয়ে হত্যা করে। পরে ঘর থেকে পালিয়ে যাওয়ার সময় প্রত্যক্ষদর্শী রেহেনা ও জুবায়ের চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে দেলোয়ার হোসেনকে আটক করে গাছের সাথে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে ভিকটিম শানু বেগমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় ২০১৯ সালের ৫ নভেম্বর মৃত শানু বেগমের স্বামী কুমিল্লা কোতয়ালী থানাধীন হাতিগাড়া গ্রামের মৃত বসত আলীর ছেলে মো. ফরিদ (৬০) বাদী হয়ে প্রতিবেশী মৃত আব্দুর রহমানের ছেলে মো. দেলোয়ার হোসেনকে (৩৬)একমাত্র আসামি করে কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।