• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে কার্তিক ১৪৩২ রাত ১০:০৯:৪২ (03-Nov-2025)
  • - ৩৩° সে:

ফটিকছড়িতে শাহিন চেয়ারম্যানের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

১২ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৩৯:২৩

সংবাদ ছবি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে আটক ইউপি চেয়ারম্যান আলহাজ সরোয়ার উদ্দিন শাহিনের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

Ad

১২ জানুয়ারি রোববার বিকেলে উপজেলার লেলাং ইউনিয়ন পরিষদের সামনে নারী-পুরুষসহ কয়েক হাজার এলাকাবাসীর অংশ গ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

Ad
Ad

মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান শাহীন একজন মানবিক জনপ্রতিনিধি। তিনি দলমতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। যে কোনো দুর্যোগ ও মানুষের সুখ-দুঃখে পাশে ছুটে গেছেন। অসহায়দের অকাতরে দান করেছেন।

বক্তারা আরও বলেন, চেয়ারম্যান নির্বাচিত হয়ে শাহিন এলাকায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত করেছেন। যা অতীত ইতিহাসে বিরল। তিনি কোনো হামলা ও নাশকতার ঘটনায় জড়িত নন। একটি মহল ষড়যন্ত্রমূলক ভাবে সকলের জনপ্রিয় চেয়ারম্যান শাহিনকে মামলায় জড়িয়ে গ্রেফতার করিয়েছেন। আমরা অবিলম্বে চেয়ারম্যানের মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে আমরা লেলাংবাসী বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করব।

লেলাং ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ৮-১০ হাজার এলাকাবাসীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন- আকতার হোসেন মুন্সি, অমর কান্তি দে, মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, আলহাজ মাহবুবুল আলম, মাওলানা লোকমান বিন হারুন, মাওলানা আজগর আলী, মাস্টার সাইফুদ্দিন, শরিফ উদ্দিন, আলী মাস্টার, মাওলানা সালামত উল্লাহ, মুহাম্মদ আজাদ প্রমুখ।

উল্লেখ্য, গত বছরের ৩ সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় দায়েরকৃত একটি মামলায় গত ৮ জানুয়ারি লেলাং ইউপি চেয়ারম্যান আলহাজ সরোয়ার উদ্দিন শাহিনকে চট্টগ্রাম নগরী থেকে ডিবি পুলিশ আটক করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:১৪


সংবাদ ছবি
ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:১১

সংবাদ ছবি
ঢাকাতে বিএনপির প্রার্থী হলেন যারা
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬:২৮

সংবাদ ছবি
যে আসনে লড়বেন তারেক রহমান
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৪৯


Follow Us