• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই কার্তিক ১৪৩২ রাত ০৯:০৯:৩৯ (02-Nov-2025)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে ইউনিয়ন বিএনপির সভাপতি পদ থেকে রিপন মাস্টারকে অব্যাহতি

২ নভেম্বর ২০২৫ সকাল ০৮:২৬:২৯

সংবাদ ছবি

লালমনিরহাট প্রতিনিধি: সাংগঠনিক শৈথিল্য ও দলীয় দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গোলাম কিবরিয়া রিপনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Ad

১ নভেম্বর শনিবার জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। দলীয় শৃঙ্খলা সুদৃঢ় করা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দপ্তর সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট নেতৃবৃন্দের নিকট প্রেরণ করা হয়েছে। পাশাপাশি অনুলিপি পাঠানো হয়েছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে।

উল্লেখ্য, এর আগে গত ১১ সেপ্টেম্বর নারী এনজিও কর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদিতমারী থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ভেলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া রিপন (৪২) এবং তার সহযোগী চান মিয়া (৪৩) হাজিরা দিতে এলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

২৯ অক্টোবর বুধবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ আদেশ প্রদান করেন।

অভিযুক্ত রিপন উপজেলার পশ্চিম ভেলাবাড়ী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং চান মিয়া পার্শ্ববর্তী তালুক দুলালী (বারঘড়ি) গ্রামের হাসমত আলীর ছেলে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৬২
২ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৮:২১

সংবাদ ছবি
শাহজাদপুরে মোটরসাইকেল রেস, আরোহী নিহত
২ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৪:৩৫





Follow Us