নারায়ণগঞ্জ প্রতিনিধি: ব্রিটিশরা দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু রেখে গেছে তাদের ব্যর্থ ও অন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনীত প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন।

২ নভেম্বর রোববার ফতুল্লার মাসদাইর কবরস্থান থেকে পশ্চিম মাসদাইর পর্যন্ত গণসংযোগ শেষে তিনি এ কথা বলেন।


তিনি আরও বলেন, “স্বাধীনতার পর অর্ধশতাব্দী পেরিয়ে গেছে, কিন্তু দেশ এখনো সেই সেকুলার কাঠামোয় চলছে যেখানে জুলুম-অবিচার চলছে নিরন্তর। মা-বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। এ ব্যবস্থার অবসান ঘটাতে হবে।”
আনোয়ার বলেন, “এই রাষ্ট্রব্যবস্থা মানুষের কল্যাণে নয়, ক্ষমতাধরদের সুবিধা রক্ষার জন্য টিকে আছে। ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়ের সমাজ প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি।”
মাসদাইরের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন রিলায়েন্স হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. পাবেল, ব্যবসায়ী মো. সাঈদ রানা, পাকিজা গ্রুপের সাবেক সিইও আবু মাসউদ, এনায়েতনগর ইউনিয়নের সাবেক মেম্বার সানাউল্লাহ, মাওলানা আবু সাঈদ, আল আমিন রাকিব, মেজবাহ উদ্দিন, আব্দুল কুদ্দুসসহ বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available