• ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই মাঘ ১৪৩২ রাত ১২:৫১:০৪ (30-Jan-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে একজনকে গুলি, অন্যজনকে ছুরিকাঘাত

২৯ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩২:০০

রাজধানীতে একজনকে গুলি, অন্যজনকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবী ও খিলক্ষেতে পৃথক দুটি ঘটনায় ছিনতাইকারীর হামলায় এক মুদি দোকানি ও এক নির্মাণশ্রমিক আহত হয়েছেন। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার ভোরে এ দুটি ঘটনা ঘটে। আহত দুজনই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

Ad

আহতরা হলেন— পল্লবীর মুদি দোকানি মোহাম্মাদ হোসেন দীপু (৪৫) এবং খিলক্ষেতের নির্মাণশ্রমিক মো. লিটন (২৮)।

Ad
Ad

পল্লবী থানাধীন মিরপুর-১২ নম্বর এলাকায় গুলিবিদ্ধ দীপুর স্ত্রী আফরোজা আক্তার জানান, তাদের বাসা পল্লবীর ই ব্লকে এবং বাসার নিচেই মুদি দোকান রয়েছে। ভোর সাড়ে ৫টার দিকে দীপু ধূমপানের জন্য বাসা থেকে রাস্তায় নামেন।

দীপুর শ্যালক শুভ বলেন, ‘ভোরে হঠাৎ বাসার সামনে চিৎকার শুনে রাস্তায় নেমে দেখি দুলাভাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। জানতে পারি, তিনি ছিনতাইকারীর কবলে পড়েছেন। দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।’ তিনি জানান, দীপুর বাম পায়ে গুলি লাগে, তবে গুলিটি পা ভেদ করে বেরিয়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আহত দীপু বলেন, ‘বাসার সামনে দাঁড়িয়ে ধূমপান করার সময় একটি মোটরসাইকেলে করে তিনজন আমার কাছে আসে। কাছে এসে একজন ছুরি বের করে সঙ্গে থাকা সব কিছু দিতে বলে। তারা আমার মানিব্যাগ নিয়ে নেয়। মোবাইল ফোন নিতে চাইলে বাধা দিলে হাতাহাতি হয়। এ সময় পেছন থেকে একজন গুলি করে।’ তিনি জানান, মানিব্যাগে শ্যালকের বিয়ের কেনাকাটার জন্য রাখা ১৭ হাজার টাকা ছিল, যা ছিনতাইকারীরা নিয়ে যায়।

অন্যদিকে, একই দিন ভোরে রাজধানীর খিলক্ষেতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. লিটন নামে এক নির্মাণশ্রমিক আহত হন। তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লিটনের সহকর্মী মো. মহসিন ইসলাম জানান, তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি কোম্পানির নির্মাণশ্রমিক হিসেবে কাজ করেন। লিটনের বাড়ি দিনাজপুরে। তিনি গ্রাম থেকে কর্মস্থলে ফেরার পথে ভোর ৪টার দিকে খিলক্ষেত বাসস্ট্যান্ডে নামেন। এরপর রেললাইনের পাশে তিনজন ছিনতাইকারী তার গতিরোধ করে। ছুরি দেখিয়ে ব্যাগ ও পকেট তল্লাশি করতে থাকে। বাধা দিলে লিটনের বাম কাঁধে একাধিকবার ছুরিকাঘাত করে ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাগুলো সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






শরীয়তপুরে অবৈধ মাটি উত্তোলনে ১ মাসের কারাদণ্ড
শরীয়তপুরে অবৈধ মাটি উত্তোলনে ১ মাসের কারাদণ্ড
২৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৩২

জামায়াতের নারী সমাবেশ স্থগিত
জামায়াতের নারী সমাবেশ স্থগিত
২৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৪৯



সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক বহিষ্কার
সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক বহিষ্কার
২৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৮


Follow Us