• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৬:৫৮ (04-Nov-2025)
  • - ৩৩° সে:

‎বেগম খালেদা জিয়াকে দিনাজপুর-৩ আসনে প্রার্থী ঘোষণায় নেতাকর্মীদের উল্লাস

৪ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:০৯:৫৩

সংবাদ ছবি

দিনাজপুর প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দিনাজপুর-৩ (সদর) আসনে প্রার্থী ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। দলীয় কার্যালয় জুড়ে শুরু হয় আনন্দ-উল্লাস, শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

৩ নভেম্বর ‎সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেন। এ তালিকায় দিনাজপুর-৩ (সদর) আসনে বেগম খালেদা জিয়ার নাম অন্তর্ভুক্ত করা হয়। খবরটি মুহূর্তেই দিনাজপুরে পৌঁছালে জেল রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের ঢল নামে।

‎এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা দলীয় পতাকা ও ধানের শীষের প্রতীক উড়িয়ে আনন্দ প্রকাশ করেন।

‎পরে কার্যালয় থেকে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে শত শত নেতা-কর্মী ও সাধারণ সমর্থক অংশগ্রহণ করেন।

‎সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, দিনাজপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। দেশনেত্রী খালেদা জিয়া এই আসন থেকে প্রার্থী হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে তাঁকে বিজয়ী করবো।

‎ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ বলেন, “ম্যাডামের পক্ষে দলের প্রতিটি কর্মী নিরলসভাবে কাজ করবে। ইনশাআল্লাহ, বিপুল ভোটে তাঁকে বিজয়ী করে সংসদে পাঠানো হবে।”

‎সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন জানান, দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার প্রার্থিতা আমাদের নেতাকর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল। এখন সবাই একসঙ্গে কাজ করবে।

‎অন্যদিকে জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক বলেন, আমরা দিনাজপুরের মানুষ খালেদা জিয়ার পাশে আছি। আগামী নির্বাচনে তাঁকে বিপুল ভোটে বিজয়ী করব ইনশাআল্লাহ।

‎উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন, যার মধ্যে দিনাজপুর-৩ আসনে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ছিল অন্যতম।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
সাগরে লঘুচাপ, ৪ জেলায় অতিভারী বৃষ্টির আভাস
৪ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:০৭








সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১১০১
৪ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৬:১৯



Follow Us