রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলা থেকে অবৈধ ও প্রাণঘাতী মাদকদ্রব্যসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-৫। অভিযুক্ত ব্যক্তি হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে এ্যালকোহল ব্যবসা করতো।

৩ নভেম্বর সোমবার রাতে র্যাব-৫ বাগমারা থানাধীন জোতিনগঞ্জ বাজার নামক এলাকায় অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী হোসেন আলী (৫০) কে ১১৬ বোতল অ্যালকোহলসহ আটক করেছে। আটক ব্যাক্তি উপজেলার মন্দিয়াল মধ্যপাড়া গ্রামের মৃত রিক প্রামাণিকের ছেলে।


মঙ্গলবার সকালে র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিযুক্ত ব্যাক্তি দীর্ঘদিন যাবত হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে এ্যালকোহল বিক্রয় করতো। সে শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত অবৈধ মাদকদ্রব্য যুব সমাজের কাছে বিক্রয় করে আসছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব-৫।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available