• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩২ ভোর ০৫:২০:৪২ (03-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নড়াইলে মাদকসহ ১৩ মামলার আসামি গ্রেফতার

নড়াইল প্রতিতিধি : নড়াইলের লোহাগড়ায় ১৩টি মাদক মামলার আসামি ইউসুফ শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আড়াই কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।১ নভেম্বর শনিবার বেলা সাড়ে ১২টার দিকে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।গ্রেফতার ইউসুফ শেখ উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মৃত চাঁন মিয়া শেখের ছেলে।ওসি শরিফুল ইসলাম জানান, গত ৩১ অক্টোবর শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো. মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল পাঁচুড়িয়া গ্রামে অভিযান চালায়। এ সময় ইউসুফ শেখকে বাড়ির উঠান থেকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়।তিনি আরও বলেন, ইউসুফ শেখের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন থানায় ১৩টি মাদক মামলা রয়েছে। নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।