লালপুর (নাটোর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় নাটোর-১ (লালপুর -বাগাতিপাড়া) আসনে মনোনীত প্রার্থী নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও প্রয়াত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল নেতাকর্মীদের শান্ত ও সহনশীল থাকতে নির্দেশ দিয়েছেন।

৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গৌরীপুরের পৈতৃক বাড়িতে উপস্থিত নেতাকর্মীদের এ নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমাদের যে পথ চলা শুরু হয়েছিলো, সেই সকল অঙ্গীকারকে পরিণতি দিতে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, একটি পরিবার। আমাদের সম্মিলিত পথচলাই কেবল পৌঁছে দিতে পারে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে।’


তিনি আরও বলেন, ‘আমাদের দেশ, আমাদের মাতৃভূমি দীর্ঘ সময় ধরে স্বৈরাচারের যাতাকলে পিষ্ট হয়েছে। আমাদের একতাবদ্ধ চেষ্টা, পরিশ্রম আর দেশের প্রতি দায়বদ্ধতাই কেবল পারে আমাদের সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য স্বপ্নের বাংলাদেশ গড়তে। ধানের শীষ সাধারণ মানুষের প্রতীক। ধানের শীষকে বিজয়ী করে তারপর হবে আমার আনন্দ মিছিল। এই মুহূর্তে দল এবং দেশের মানুষ আমার প্রতি যে আস্থা রেখেছে তার যথাযথ মর্যাদা রক্ষা করাই একমাত্র দায়িত্ব বলে মনে করছি।’
এ সময় একই পরিবার থেকে বড় ভাই ডা. ইয়াসির আরশাদ রাজন ও তার নিজের মনোনয়ন চাওয়ার বিষয়ে তিনি জানান, ‘পারিবারিক ও রাজনৈতিক কৌশলের কারণে তারা একই সাথে মাঠে রাজনীতি করেছেন। একই সাথে মনোনয়ন চেয়েছেন। দল যাকে যোগ্য মনে করেছে তাকে দিয়েছে। আমাদের উদ্দেশ্য ছিল পটল পরিবারের মধ্যে যেন মনোনয়ন নিশ্চিত করা যায়। সে উদ্দেশ্য আমরা কাজ করেছি। আশা করছি, দ্রুত বড় ভাইয়ের সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবো।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available