চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিএনপি থেকে পদত্যাগ করে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব:) মঞ্জুর কাদের।

১০ ডিসেম্বর বুধবার এনসিপি কেন্দ্রীয় কমিটি ঘোষিত ১২৫ জনের তালিকায় তারও নাম রয়েছে। এরআগে ৮ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষনা দিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আবেদন করেন মঞ্জুর কাদের। দলটির পক্ষ থেকে যা ৯ ডিসেম্বর গ্রহন করা হয়েছে।


তথ্য অনুসন্ধানে জানা গেছে, মেজর মঞ্জুর কাদের ১৯৮৬ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহন করেন। এরপর জাতীয় পার্টিতে যোগ দিয়ে পাবনা-১ (সাথিয়া-বেড়া) আসন থেকে ১৯৮৬ ও ১৯৮৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় ১৯৮৮ সালের ৩ মার্চ থেকে ১৯৯০ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত পানি উন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৬ সালে জাতীয় পার্টি ত্যাগ করে বিএনপিতে যোগ দেন মঞ্জুর কাদের। এরপর ১৯৯৬ সালে পাবনা-১ আসন থেকে এবং ২০০১ সালে সিরাজগঞ্জ-৬ (চৌহালী ও শাহজাদপুর) আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
পরবর্তিতে এই আসনের সীমানা পরিবর্তন হয়ে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন করা হয়। ২০০৮ সালের নির্বাচনেও এই আসন থেকে বিএনপির মনোনয়ন পান মঞ্জুর কাদের। তবে সেই সময় মাত্র ২৫২ ভোটের ব্যবধানে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ^াসের কাছে হেরে যান তিনি।
এবার এনসিপিতে যোগদান করে এই আসনটিতে মনোনয়ন পেয়েছেন মঞ্জুর কাদের। একই আসনে বিএনপি থেকে কেন্দ্রীয় কমিটির (রাজশাহী বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম এবং জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম মনোনয়ন পেয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available