• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩১:১৯ (22-Dec-2025)
  • - ৩৩° সে:

প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন

২২ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৪২:৩৩

সংবাদ ছবি

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গণমাধ্যমের উপর হামলার মধ্যদিয়ে সাংবাদিকদের কন্ঠ স্তব্ধ করার প্রয়াস কোনোদিন পূর্ণ হবে না। প্রথম আলো ও ডেইলি স্টার বন্ধ হয়নি, বন্ধ করার চেষ্টা বৃথা।  প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে সন্ত্রাসী হামলা ও সাংবাদিক নূরুল কবীরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধনে এসব কথা বলেন সাংবাদিকরা।

Ad

২২ ডিসেম্বর সোমবার দুপুর ১ টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

Ad
Ad

উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন শেষে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের সঙ্গে এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

শ্রীপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দিনকালের শ্রীপুর প্রতিনিধি বশির আহমেদ কাজলের সভাপতিত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা সঞ্চালনা করেন দৈনিক আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মণ্ডল।

দৈনিক দিনকালের শ্রীপুর প্রতিনিধি বশির আহমেদ কাজল তাঁর বক্তব্যে বলেন, ‘ আপনি যদি বাংলাদেশটাকে দেখতে চান, এর ভেতরের তথ্যভিত্তিক সত্যগুলো, প্রতিদিন ঘটে যাওয়া ঘটনার ভেতরের তথ্যগুলো জানতে চান, তাহলে তো সাংবাদিকদের চোখ দিয়েই দেখতে হবে, জানতে হবে । যারা রাজনীতি করেন তাদেরকে বলব, নিজের চোখ বন্ধ করলে দেখবেন টা কি?

তিনি আরও বলেন, ‘ জুলাই বিপ্লবের পর একটি সুন্দর বাংলাদেশ দেখার জন্য আপামর জনগণ অপেক্ষায় আছে। সেই মুহূর্তে একটি পক্ষ বাংলাদেশ গড়ার বিরোধিতা করছে। দেশ ও বিদেশের প্রাণপ্রিয় দুটি পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টারের সাংবাদিকদের পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে তারা। তাদের অফিস জ্বালিয়ে দিয়েছে। আমরা বলব, আমাদের ধ্বংস করার চেষ্টা করে লাভ নেই। অতীত থেকে দেখে আসছি সাংবাদিকদের ধ্বংস করা যায় না। বরং যারা ধ্বংস করার চেষ্টা করে তারা ধ্বংস হয়ে যায়। এই দুটি পত্রিকার অফিসে অগ্নিসংযোগ করার মধ্য দিয়ে সব মানুষের কাছে তারা ঘৃণিত হয়েছে। একজন বরেণ্য সাংবাদিকের উপর হামলা হয়েছে। এ ধরনের অগ্নিসংযোগ, হামলা ও পুড়িয়ে হত্যা চেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি। ‘

দৈনিক কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি শাহীন আকন্দ বলেন, ডেইলি স্টার- প্রথম আলো কার্যালয়ে অগ্নিসংযোগ ও সাংবাদিক নূরুল কবীরের উপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি আঘাত। আমি বিশ্বাস করি সাংবাদিকতা কোন সময় কোন কালে বন্ধ ছিল না। এই হামলা ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে সাংবাদিকতা বন্ধ হবে না। সাময়িক বাধাগ্রস্ত হলেও প্রথম আলো- ডেইলি স্টার আবার ঘুরে দাঁড়িয়েছে। এই বিপদসংকুল পথ দিয়েই সাংবাদিকতা চলবে, চলতে থাকবে। দাবি থাকবে, এই হামলায় যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

দৈনিক প্রথম আলো পত্রিকার শ্রীপুর প্রতিনিধি সাদিক মৃধা বলেন, কোনো কালেই সাংবাদিকতাকে রুদ্ধ করে রাখার চেষ্টা সফল হয়নি। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলার পর গণমানুষের মধ্য থেকে প্রতিবাদ উঠছে। বিপুল পরিমাণ পাঠক দেশজুড়ে এমন ঘটনার নিন্দা করছেন। এতে যারা এ ধরনের ঘটনা ঘটিয়ে ফায়দা লুটতে চান, তারা উল্টো মানুষের ঘৃণার শিকার হচ্ছেন। আপনাদের উদ্দেশ্য সফল হবে না। পত্রিকা দুটো প্রকাশ হচ্ছে। ‘

ডেইলি স্টারের গাজীপুরের নিজস্ব প্রতিবেদক মঞ্জুরুল হক বলেন, যারা পত্রিকা দুটোর অফিসে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ডেইলি স্টার ও প্রথম আলো প্রকাশিত হয়েছে। থামিয়ে রাখতে পারেননি। আপনাদের বলছি থেমে যান। সাংবাদিকদের থামিয়ে রাখতে পারবেন না।

চ্যানেল নাইন এর গাজীপুর জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম আবীর তার বক্তব্যে বলেন, ছোটবেলা থেকেই প্রথম আলো পড়ছি। এখনো নিয়মিত এই পত্রিকাটি পড়ি। সাংবাদিকতায় নীতি- নৈতিকতা, আদর্শ ঠিক রেখে প্রথম আলো ও ডেইলি স্টার প্রকাশিত হচ্ছে। তারা সাহসের সাথে সত্য কথাটা বলে যাচ্ছে। এই ঘৃণ্য সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে হয়তো তাদের আর্থিক ক্ষতি করা গেছে। কিন্তু তাদের লেখার সাহসকে বন্ধ করা যাবে না কখনো। আমরা এই দুটি পত্রিকা সহ বাংলাদেশের সকল গণমাধ্যমের সঙ্গে আছি।

এশিয়ান টেলিভিশনের সিনিয়র প্রতিনিধি কবির সরকার তাঁর বক্তব্যে বলেন, ডেইলি স্টার ও প্রথম আলো ভবনে নৃশংস অগ্নিসংযোগের ঘটনাটি সারা বিশ্বে বাংলাদেশের ইমেজকে সংকটে ফেলেছে। অতি দ্রুত এই ঘটনার দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।

শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম রানা বলেন, গণমাধ্যম অফিসগুলোতে সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা গণমাধ্যম কর্মী। এ ধরনের হামলায় আমরা বসে থাকতে পারিনা, বসে থাকবো না। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি ।

দৈনিক আমাদের সময়ের শ্রীপুর প্রতিনিধি আব্দুল লতিফ বলেন, সাংবাদিকদের কলমকে যারা ভয় পায়, তারাই এ ধরনের ঘটনা ঘটাতে পারে। ডেইলি স্টার ও প্রথম আলো অফিসে হামলার মধ্য দিয়ে সাংবাদিকতার জগতে একটি কলঙ্কজনক ইতিহাস সৃষ্টি করা হয়েছে। এই ঘটনার পর আইনগত ব্যবস্থা না নিলে এটি চরম সংকট তৈরি করবে।

পরিবেশ বিষয়ক সংগঠন রিভার এন্ড ন্যাচার ফাউন্ডেশন এর চেয়ারম্যান খুরশেদ আলম বলেন, গণমাধ্যম তার জায়গায় নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালন করবে।‌ তাঁর মত প্রকাশ করবে এটাই স্বাভাবিক। এতে যারা বাধা সৃষ্টি করে তাদের উদ্দেশ্য ভালো নয়।

প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে অগ্নিসংযোগের ঘটনাটি অত্যন্ত ঘৃণিত কাজ।  মতের সঙ্গে দ্বিমত থাকলে সেটা গণমাধ্যমের মধ্যদিয়েই খন্ডন করা উচিত, ধ্বংসযজ্ঞ করে নয় ‘

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিটিভির শ্রীপুর প্রতিনিধি মোতাহার খান, এশিয়ান টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি, রমজান আলী রুবেল, তৃতীয় মাত্রার সাংবাদিক আরিফ মন্ডল, ওয়াসিম আকরামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ডেভিল হান্ট অভিযানে আ’লীগের ৬জনসহ ১৭ আটক
২২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৩:৩১








সংবাদ ছবি
নড়াইলে যুবলীগ নেতার পদত্যাগ
২২ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:১৮:২৩



Follow Us