• ঢাকা
  • |
  • বুধবার ১০ই পৌষ ১৪৩২ রাত ১১:৪২:৫৮ (24-Dec-2025)
  • - ৩৩° সে:

কুষ্টিয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মেহেদী রুমি

২৪ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:২৭:৪৭

সংবাদ ছবি

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুধবার (২৪'ডিসেম্বর) দুপুরে ঢাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র তুলে দেন।

Ad

মনোনয়ন ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পরপরই খোকসা ও কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী, সমর্থক, শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই এই মনোনয়নকে স্থানীয় জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

Ad
Ad

খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী মিয়া বলেন, “বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি সবসময় মানুষের পাশে থেকেছেন। তার সঙ্গে আমাদের বিশ্বাস ও নিরাপত্তার সম্পর্ক রয়েছে। উনার মনোনয়ন প্রাপ্তিতে এই এলাকায় বিভিন্ন পেশাজীবি, শিক্ষক সহ গরীব মেহনতী মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে।”

যুবদলর নেতা শামীম হোসেন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাহেন্দ্রক্ষণে জননেতা সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় খোকসা ও কুমারখালীর মানুষ আনন্দিত। তিনি বলেন, এই সিদ্ধান্ত দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সাংগঠনিকভাবে বিএনপিকে আরও শক্তিশালী করবে বলে বিশ্বাস করি।

কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক খালেদ মাসুদ প্রান্তর বলেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে অংশ নিয়ে কাজ করে আসছেন। তার মনোনয়ন উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পৌরসভার সাবেক কমিশনার হাসেম আলী বলেন, বিএনপির এই চূড়ান্ত মনোনয়ন মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও উৎসাহ সৃষ্টি করেছে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই ঐক্য বিএনপির জন্য সহায়ক হবে। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে ধানের শীষ প্রতীকে সবার দোয়া ও ভোট কামনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
শনিবার খোলা থাকবে ব্যাংক
২৪ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:৩৩:০৮



সংবাদ ছবি
দেশ, মানুষ ও মায়ের টানে ফিরছেন তারেক রহমান
২৪ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:১৮:০৪






Follow Us