• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই পৌষ ১৪৩২ বিকাল ০৫:৪৬:৩৪ (26-Dec-2025)
  • - ৩৩° সে:

বিশ্ব মানবতার সেবক ছিলেন জিয়াউল হক মাইজভাণ্ডারী: ড. আনোয়ার হোসেন

২৬ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:০০:১৮

সংবাদ ছবি

চট্টগ্রাম (ফটিকছড়ি) প্রতিনিধি: শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ছিলেন বিশ্ব মানবতার সেবক ও মানবতার মূর্ত প্রতীক। তাঁর কাছে মহান সৃষ্টিকর্তার সকল সৃষ্টিই ছিল সমান। তাঁর করুণাধারা আজও সৃষ্টিজগতে প্রবহমান।

Ad

২৬ ডিসেম্বর শুক্রবার মহান ১০ পৌষ বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৯৭তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে এক মহতী ধর্মীয় ও মানবিক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সভাপতি ড. আনোয়ার হোসেন চৌধুরী।

Ad
Ad

তিনি বলেন, তাঁরই সুযোগ্য উত্তরসূরি রাহবারে আলম মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ক.) সেই মানবতার ধারাকে আরও বিস্তৃতভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

সূর্যগিরি আশ্রম শাখার প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন ডা. বরুণ কুমার আচার্যের সভাপতিত্বে এবং টিটু চৌধুরীর সঞ্চালনায় সূর্যগিরি আশ্রম প্রাঙ্গণে আয়োজিত বিশেষ অতিথি ছিলেন সূর্যগিরি আশ্রমের উপদেষ্টা পণ্ডিত লায়ন ড. তরুণ কুমার আচার্য এবং আশেকানে হক ভাণ্ডারী শোকর - এ-মওলা মঞ্জিলের সভাপতি মোহাম্মদ আজম।

উদ্বোধক ছিলেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর শিশু কনসালটেন্ট ডাক্তার জয়নাল আবেদীন মুহুরী, আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমফিল গবেষক অ্যাডভোকেট আব্দুল্লাহ মোহাম্মদ ইকবাল, এমফিল গবেষক আকিব উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সূর্যগিরি আশ্রম শাখার উপদেষ্টা নারায়ণ আচার্য, সভাপতি ধীমান দাশ এবং আশেকানে হক ভাণ্ডারি শোকর-এ-মওলা মঞ্জিলের সদস্য মোহাম্মদ নেজাম।

বক্তারা বলেন, সারাদেশে চিকিৎসা, বাসস্থান, খাদ্য ও শিক্ষাসহ নানা মানবসেবামূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে মওলা হুজুর বাবাজান মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। তাঁর সেই আদর্শ অনুসরণ করেই মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুষ্ঠান উপলক্ষ্যে সমবেত প্রার্থনা, আলোচনা সভা, শিক্ষা সহায়তা প্রদান, শীতবস্ত্র বিতরণ এবং মরমি সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে বিশ্ববাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও মরমি সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা
২৬ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:১৬:২৪




Follow Us