• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই পৌষ ১৪৩২ বিকাল ০৫:০২:১১ (01-Jan-2026)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান

১ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:১৬:৪৭

ঘোড়াঘাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে যৌথ অভিযানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। অভিযানকালে বাস, ট্রাক, মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পিক-আপ ভ্যানসহ সকল ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়।

Ad

৩১ ডিসেম্বর বুধবার দিবাগত রাতে পৌরসভার সাহেবগঞ্জ এলাকার তেলের পাম্প-এর সামনের সড়কে এ অভিযান কার্যক্রম চালানো হয়।

Ad
Ad

অভিযানে নেতৃত্ব দেন ঘোড়াঘাট অস্থায়ী সেনাক্যাম্পের ক্যাপ্টেন মারজিউল হক সাফিন। এ সময় সেনাবাহিনীর সঙ্গে থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যরাও যুক্ত ছিল।

অভিযানে সেনাবাহিনীর কয়েকটি টিমে ভাগ হয়ে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনগুলোকে আলাদা আলাদাভাবে চেক করা হয়। গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই-বাছাই ছাড়াও এ সময় গাড়ির ভেতর অবৈধ কোনো কিছু আছে কিনা সেটাও তল্লাশি করেন সেনাবাহিনীর সদস্যরা।

এ বিষয়ে ঘোড়াঘাট সেনাক্যাম্পের ক্যাপটেন মারজিউল হক সাফিন জানান, আইনশৃঙ্খলার অবনতির শঙ্কা এড়াতে জননিরাপত্তায় সেনাবাহিনী মাঠ পর্যায়ে চেকপোস্ট বসিয়ে কাজ করছে। এছাড়া মাদক, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ তৎপরতা ঠেকাতেও সেনাবাহিনী কাজ করছে। জননিরাপত্তার স্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চলমান থাকবে।

ঘোড়াঘাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানের চেকপোস্টে তল্লাশি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড়ে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত
পঞ্চগড়ে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত
১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:২৯:৩১









Follow Us