মাল্টিমিডিয়া রিপোর্টার: গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক যুবককে আটক করা হয়েছে।

১০ জানুয়ারি শনিবার রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার ৪৭ নম্বর ওয়ার্ডের মরকুন পশ্চিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে মিরার বাড়ির ভাড়াটিয়া মো. রতন (৩৩)কে আটক করে যৌথ বাহিনী।
গ্রেফতার মো. রতন মৃত আবেদ আলীর ছেলে। তাঁর স্থায়ী ঠিকানা লালমনিরহাট জেলার সদর উপজেলার খোটামারা কোরামারি গ্রাম।
অভিযানকালে রতনের হেফাজত থেকে অবৈধভাবে রাখা একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলের বডিতে স্পষ্ট অক্ষরে “MI911 AI U.S ARMY লেখা খোদাইকৃত রয়েছে। এ ছাড়া একটি সচল ম্যাগাজিনও উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার এস,আই তুহিন অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র থাকার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে অস্ত্রসহ আসামিকে আটক করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র থানায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র যে আইন, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় টঙ্গী পূর্ব থানায় মামলা রুজুর প্রস্তুতি চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available