• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে পৌষ ১৪৩২ ভোর ০৪:৩১:৫২ (12-Jan-2026)
  • - ৩৩° সে:

প্রার্থিতা ফিরে পেয়ে ঢাকাস্থ কালিগঞ্জ-আশাশুনিবাসীর সঙ্গে পরিবর্তনের অঙ্গীকারে ডা. শহিদুল আলমের মতবিনিময়

১১ জানুয়ারী ২০২৬ রাত ১১:২৯:৫৩

প্রার্থিতা ফিরে পেয়ে ঢাকাস্থ কালিগঞ্জ-আশাশুনিবাসীর সঙ্গে পরিবর্তনের অঙ্গীকারে ডা. শহিদুল আলমের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. মো. শহিদুল আলমের মনোনয়ন বৈধ ঘোষণার পর ঢাকাস্থ কালিগঞ্জ ও আশাশুনিবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Ad

১১ জানুয়ারি রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ অডিটোরিয়ামে এই সভাটি অনুষ্ঠিত হয়।

Ad
Ad

সভায় সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডা. শহিদুল আলম। বক্তব্যে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে কালিগঞ্জ ও আশাশুনি এলাকার উন্নয়ন বঞ্চনা অত্যন্ত গভীর। আমি নিজেকে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে উৎসর্গ করেছি। চিকিৎসা সেবার পাশাপাশি মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকাই আমার রাজনীতির মূল দর্শন।’

নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে ডা. শহিদুল আলম জানান, তিনি নির্বাচিত হলে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কার্যকর স্বাস্থ্যসেবা, নিরাপদ সুপেয় পানি, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান ও যুব উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সুরক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন নিশ্চিত করবেন। এছাড়া সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ় করা এবং স্থানীয় মানুষের ন্যায্য দাবি জাতীয় সংসদে তুলে ধরার প্রতিশ্রুতি দেন তিনি।

ডা. শহিদুল আলম আরও বলেন, ‘উন্নয়ন তখনই টেকসই হয়, যখন মানুষ নিরাপদ থাকে, সম্মান পায় এবং একে অপরের পাশে দাঁড়ায়।’

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—সাবেক অতিরিক্ত সচিব ও নলতা হাইস্কুল প্রাক্তন ছাত্র সোসাইটির সভাপতি আবু মাসুদ, সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার সাংগঠনিক সম্পাদক এস এম মাজারুল আনোয়ার, আশাশুনি সমিতি ঢাকার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা সমিতি ঢাকার সহ-সভাপতি ইকবাল মাসুদ, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভিন, বৃহত্তর খুলনা সমিতির সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন, আশাশুনি উপজেলা বিএনপি নেতা মো. জুলফিকার আলী জুলি এবং শ্রীউলা ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ
ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ
১১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৩


মুসাব্বিরকে হত্যার কারণ জানালেন ডিবিপ্রধান
মুসাব্বিরকে হত্যার কারণ জানালেন ডিবিপ্রধান
১১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০৮:০০



মানিকগঞ্জে প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ
মানিকগঞ্জে প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ
১১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৭:১২


Follow Us