মো.হানিফ মেহমুদ চাঁপাইনবাবগঞ্জ: বৃহত্তর স্বার্থে বৈষম্য কমিয়ে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, বৈষম্য যেন তীব্র না হয় এবং ধীরে ধীরে অবসান ঘটে এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য গণভোটে সক্রিয় অংশগ্রহণ জরুরি। পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিলে দেশ বারবার যে সংকটে পড়েছে, তা থেকে উত্তরণ সম্ভব হবে।


২০ জানুয়ারি মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি সকল সরকারি কর্মকর্তাকে নিরপেক্ষ থেকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীনসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available