• ঢাকা
  • |
  • রবিবার ১২ই মাঘ ১৪৩২ দুপুর ১২:৪১:৫০ (25-Jan-2026)
  • - ৩৩° সে:

ভারত থেকে দেশে ঢুকল ৮টি ট্রাকে ১২৭ টন বিস্ফোরক

২৫ জানুয়ারী ২০২৬ সকাল ১০:০৩:৩২

ভারত থেকে দেশে ঢুকল ৮টি ট্রাকে ১২৭ টন বিস্ফোরক

যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি হয়েছে। ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে আটটি ট্রাকে করে প্রায় ১২৫ মেট্রিক টন বিস্ফোরক বাংলাদেশে প্রবেশ করেছে।

Ad

২৪ জানুয়ারি শনিবার বিকেলে সীমান্ত দিয়ে বিস্ফোরক দ্রব্যের এই বড় চালান দেশে আসে। এ ঘটনাকে কেন্দ্র করে বন্দর এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

Ad
Ad

স্থলবন্দর সূত্র জানায়, বিস্ফোরক বোঝাই ট্রাকগুলো বন্দরে প্রবেশের পরপরই নির্ধারিত ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে নেওয়া হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে রাখা হয়। আমদানি করা বিস্ফোরক চালানটি এনেছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড।

রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ভারতের সুপার সিভা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড (১৯৪/১৯৬ শ্রীপুরা, ভারত)।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পের খনন কার্যক্রম পরিচালনার জন্য ভারত থেকে মোট ১২৭ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। বর্তমানে বিস্ফোরক বোঝাই ভারতীয় ট্রাকগুলো বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে।

তিনি আরও জানান, খালাস কার্যক্রম সম্পন্ন করার জন্য আমদানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডফ এজেন্ট বন্দর ও কাস্টমসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবে। কাগজপত্র যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে বিস্ফোরক দ্রব্যগুলো বাংলাদেশি ট্রাকে করে দিনাজপুরে পাঠানো হবে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো বন্দর এলাকা বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। বিস্ফোরক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ, খালাস ও পরিবহন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে।

সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানির ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শ্রীপুর থানার অদূরেই মাদকের আখড়া
শ্রীপুর থানার অদূরেই মাদকের আখড়া
২৫ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:২৯:১৮


মেহেরপুরে দুটি পিস্তল ও গুলি উদ্ধার
মেহেরপুরে দুটি পিস্তল ও গুলি উদ্ধার
২৫ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:২০:০২







Follow Us