ডেস্ক রিপোর্ট: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৪ জানুয়ারি শনিবার বাদ এশা রাজধানীর গুলশান নিকেতন এলাকায় অবস্থিত নিকেতন দারুল কোরআন মাদ্রাসায় এ আয়োজন করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে রাতের খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. এ এস হায়দার পারভেজ, ডা. সালাহউদ্দিন সাঈদ, ফাউন্ডেশনের পরিচালক মাহফুজুল হক বাচ্চু, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, শফিউল আলম দিদার, ওমাশা উমায়ূন মনি চৌধুরী, প্রফেসর ড. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরীসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ ও অতিথিরা।
দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available