• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে কার্তিক ১৪৩২ সকাল ১০:৪০:১২ (03-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

পল্টন ট্রাজেডি উপলক্ষে ইবি শাখা শিবিরের আলোচনা সভা

ইবি প্রতিনিধি: ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।২৮ আগস্ট মঙ্গলবার বিকেল ৪টায় ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সেক্রেটারি ইউসুফ আলীর সঞ্চালনায় এবং সভাপতি মু. মাহমুদুল হাসানের সভাপতিত্বে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এতে উপস্থিত ছিলেন।সভাপতির বক্তব্যে ইবি শাখা শিবির সভাপতি মু. মাহমুদুল হাসান বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর জাতির জন্য কলঙ্কময় একটি দিন। যেদিন ক্ষমতার উন্মত্ততায় কিছু নৃশংস রাজনৈতিক কর্মীর হাতে বাংলাদেশের মাটি রক্তাক্ত হয়েছিল। সেদিন স্বৈরাচার আওয়ামী দোসররা খুনী হাসিনার নির্দেশে রাজধানীতে লগি-বৈঠার তাণ্ডবলীলা চালায়। অসংখ্য ভাইকে তারা ঢাকার রাস্তায় রক্তাক্ত করেছে, খুন করেছে। এ জালিমেরা এখানেই ক্ষান্ত হয়নি, এমনকি তারা বর্বরতার সব ইতিহাসকেও হার মানিয়ে পিটিয়ে হত্যা করা মানুষের লাশের উপরে বিকৃত নৃত্য করতে কুণ্ঠাবোধ করেনি।তিনি আরও বলেন, এই দিবসটি কেবল শোক পালনের জন্য নয়, এটি আমাদের জন্য একটি শিক্ষার দিন, প্রতিজ্ঞার দিন। এই দিবস আমাদের প্রেরণা যোগায়, সেই সকল শহীদদের আদর্শকে হৃদয়ে ধারণ করে পথ চলার। যারা জীবন দিয়ে প্রমাণ করে গেছেন, জালেমের কাছে মাথা নত করা যায় না।উল্লেখ্য, অনুষ্ঠান শেষে পল্টন ট্রাজেডিতে শহীদদের জন্য মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।