নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে ইটবোঝাই মিনিট্রাকের ধাক্কায় ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় মিনিট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন।

২৪ জানুয়ারি শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের মাদানীনগর মাদ্রাসা সংলগ্ন এলাকায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি কাভার্ড ভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে চাকায় হাওয়া দিচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা ইটভর্তি একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মিনিট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় মিনিট্রাকের চালকের সহকারী মো. জিয়াউল হক (৫০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার রামচন্দ্রপুর বেশরগাতী এলাকার বাসিন্দা। তার পিতা আলী এবং মাতা আমেনা খাতুন।
এ ঘটনায় মিনিট্রাকের চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই (নিরস্ত্র) আল-আমিন ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাঁচপুর/শিমরাইল স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ট্রাকের সামনের অংশ কেটে নিহতের মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available