• ঢাকা
  • |
  • রবিবার ১২ই মাঘ ১৪৩২ দুপুর ১২:৪১:৩৮ (25-Jan-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে অটোরিকশা চালকদের বিক্ষোভ

২৫ জানুয়ারী ২০২৬ সকাল ১০:১২:০১

শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে অটোরিকশা চালকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় অটোরিকশা চলাচলের অনুমতি প্রদান ও পুলিশি হয়রানি বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন অটোরিকশা চালকরা। এতে মহাসড়কের উভয় লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

Ad

২৫ জানুয়ারি রোববার সকাল আনুমানিক ৮টা ৩৫ মিনিটে শ্রীপুর থানাধীন পুরান বাজার এলাকার তুলা গবেষণা কেন্দ্রের সামনে প্রায় ২০০ থেকে ২৫০ জন অটোরিকশা চালক একত্রিত হয়ে এই অবরোধ কর্মসূচি পালন করেন।

Ad
Ad

অবরোধ চলাকালে চালকরা মহাসড়কে অটোরিকশা চলাচলের বৈধ অনুমতি দেওয়ার দাবি জানান এবং অযৌক্তিক পুলিশি হয়রানি বন্ধের আহ্বান জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।

অবরোধের ফলে ঢাকা ও ময়মনসিংহগামী যানবাহন দীর্ঘ সময় মহাসড়কে আটকে পড়ে। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পুলিশ অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে মহাসড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির আহমেদ বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমি অবগত হয়েছি। সড়ক অবরোধের বিষয়টি সত্য। আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি এবং মহাসড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শ্রীপুর থানার অদূরেই মাদকের আখড়া
শ্রীপুর থানার অদূরেই মাদকের আখড়া
২৫ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:২৯:১৮


মেহেরপুরে দুটি পিস্তল ও গুলি উদ্ধার
মেহেরপুরে দুটি পিস্তল ও গুলি উদ্ধার
২৫ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:২০:০২







Follow Us