• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে ভাদ্র ১৪৩২ দুপুর ১২:১২:৫৫ (04-Sep-2025)
  • - ৩৩° সে:

দুর্ঘটনা

লালমনিরহাটে বাসের ধাক্কায় প্রাণ গেলো স্কুলছাত্রের

৪ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৫০:১৯

সংবাদ ছবি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় যাত্রীবাহী বাস চাপায় ইমাম ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

৩ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে উপজেলার দিঘীরহাট এলাকায় ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমাম ইসলাম উপজেলার সিংগিমারী শস্য গুদাম এলাকার সৌদি প্রবাসী নুর ইসলামের ছেলে। সে স্থানীয় হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিদ্যালয় ছুটি হলে মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিল স্কুলছাত্র ইমাম ইসলাম। দিঘীরহাট এলাকায় পৌঁছলে বুড়িমারী থেকে আসা ঢাকাগামী ফাওমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে পুলিশে সপোর্দ করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে উভয় পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত হাতীবান্ধা থানার উপ পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার জানান, ঘাতক বাসটি আটক রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
সিংগাইরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২
৪ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:২৮:৪৩