• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ রাত ০৯:৫২:৩০ (02-Sep-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বাকৃবিতে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

২৯ আগস্ট ২০২৪ সকাল ০৮:৫৫:৩১

সংবাদ ছবি

বাকৃবি প্রতিনিধি: রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। ২৮ আগস্ট বুধবার রাত ১১টায় তাদের আন্দোলনের মুখে পড়ে সিন্ডিকেট অধিবেশনের গৃহীত সিদ্ধান্ত সংশোধন করে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে  জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে শিক্ষক, শিক্ষার্থী, ককর্মকর্তা এবং কর্মচারীদের সকল প্রকার রাজনীতি, সভা-সমাবেশ, মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় রাজনীতি মুক্ত ক্যাম্পাস নিয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া এবং ক্যাম্পাসে সভা-সমাবেশ ও মিটিং-মিছিলে নিষেধাজ্ঞা দেওয়ায় আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় থেকে  বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের সামনে দিয়ে আবাসিক একালায় যায়। মিছিলটি সেখান থেকে উপাচার্যের বাসভবনের সামনে শেষ হয়। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় সহস্রাধিক শিক্ষার্থী আন্দোলনে অংশ নিয়ে স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালীন সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম এবং প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ। এ সময় শিক্ষার্থীরা নিজেদের দাবির বিষয়ে তাদেরকে জানান। আলোচনার এক পর্যায়ে শিক্ষার্থীরা দাবি আদায়ের পক্ষে কঠোর অবস্থান নিলে সিন্ডিকেট সভায়  গৃহীত সিদ্ধান্তের বিজ্ঞপ্তি  সংশোধন করতে বাধ্য হয় প্রশাসন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ভেদরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু, আহত ১
২ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:১৪:৪১



সংবাদ ছবি
রাজধানীর মৌচাকে মসজিদে আগুন
২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮:১০





সংবাদ ছবি
এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:০৭