• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩২ ভোর ০৪:৪১:১০ (04-Nov-2025)
  • - ৩৩° সে:

বিশ্বসেরা গবেষকের তালিকায় ইবির দুই শিক্ষক

২৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৭:৩৮

সংবাদ ছবি

ইবি প্রতিনিধি: বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক। তালিকাভুক্তরা হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মো. হাবিবুর রহমান ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

Ad

২০ সেপ্টেম্বর শনিবার বিশ্বের নামকরা প্রকাশনা সংস্থা এলসেভিয়ার এবং যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় স্থান করে নেন তারা।

Ad
Ad

জানা গেছে, গবেষক ড. মিজানুর রহমান মাইক্রোবায়োলজি, এগ্রিকালচার প্লান্ট সায়েন্স, ইকোলজি, মৃত্তিকা বিজ্ঞান ফিল্ডে গবেষণা করছেন। তার বর্তমান মোট সাইটেশন ৩০৮৬। অন্যদিকে গবেষক ড. হাবিবুর রহমান বায়োইনফরমেটিক্স, মেশিন লার্নিং, NGS এনালাইসিস, ড্রাক ডিসকভারি নিয়ে কাজ করছেন। তার বর্তমান সাইটেশন ২৩৩৬। সাম্প্রতিক কার্যক্রম ও সাইটেশন দেখে প্রতিবছর তালিকাভুক্ত করা হয়ে থাকে।

গবেষক ড. হাবিবুর রহমান অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়া শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি আমার বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের জন্য একটি সম্মানের বিষয়। এটি প্রমাণ করে যে আমাদের বিশ্ববিদ্যালয় ও দেশ থেকেও বিশ্বমানের গবেষণা করা সম্ভব।’

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘এটা বিভাগ থেকে শুরু করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। বিশ্ববিদ্যালয়ে শুধু আমি একা না আরও গবেষক আছে। আমাদেরকে যদি বিশ্ববিদ্যালয় সাহায্য করে আমরা গবেষণা কার্যক্রমকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমরা যারা প্রকৃতপক্ষে রিসার্চ করি তাদেরকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয় না। সবাইকে ঢালাও ভাবে কাজ দেওয়া হয়। যদি রিসার্চ সেল গঠন করা হয় এবং এর মাধ্যমে রিসার্চ ডিস্ট্রিবিউশন করলে আমাদের রিসার্চ আরও সমৃদ্ধ হবে।’

উল্লেখ্য, এলসেভিয়ার প্রতিবছর বিশ্বের সেরা ২ শতাংশ গবেষকের তালিকা প্রকাশ করে। প্রতিষ্ঠানটি বছরে প্রায় ২ হাজারের বেশি জার্নাল প্রকাশ করে থাকে। এর প্রকাশিত নিবন্ধের সংখ্যা দুই লাখ ৫০ হাজারের বেশি এবং আর্কাইভে সংরক্ষিত প্রকাশনার সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে। এটি মূলত চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তি ও সামাজিক বিজ্ঞানের ওপর গবেষণাপত্র, বই এবং জার্নাল প্রকাশ করে থাকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:১৪


সংবাদ ছবি
ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:১১

সংবাদ ছবি
ঢাকাতে বিএনপির প্রার্থী হলেন যারা
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬:২৮

সংবাদ ছবি
যে আসনে লড়বেন তারেক রহমান
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৪৯


Follow Us