নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রইছ উদ্দিন। তিনি বলেন, আজকে ভোট গণনা শেষে যে বিজয়ী হয়ে আসবে আমরা তার পাশে দাঁড়াবো।

৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।


অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, আজকে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত যে পরিবেশ রয়েছে আমরা এতে সন্তুষ্ট। আমি বিশ্বাস করি এই পরিবেশ ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত থাকবে। আজকে যে বিজয়ী হবে তাকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাবো।
তিনি বলেন, আমরা সকাল থেকে কিছু অনিয়মের অভিযোগ পেয়েছি। অভিযোগ আসার পর আমরা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছি। এরপর নির্বাচন কমিশনার এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে।
তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করছি, নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আমরা আমাদের সহযোদ্ধাদের ব্লেম দিচ্ছি। এটা জুলাইয়ের কাঙ্ক্ষিত উদ্দেশ্য ছিল না। এখানে অনেক প্যানেল আছে। দিন শেষে যারা জিতে আসবে, তাদেরকেই আমরা ওয়েলকাম জানাবো। এই সাহসিকতা সবার থাকতে হবে।
এর আগে দুই দফা পিছিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয় বিগত বছরের ৩০ ডিসেম্বর। এদিন নির্বাচন শুরুর ঠিক আগ মুহূর্তে ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর প্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভায় নির্বাচন স্থগিত করা হয়। এরপর দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফের জরুরি সিন্ডিকেট সভা ডেকে ৬ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়।
নির্বাচনে উল্লেখযোগ্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে- ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ ও বামপন্থী মওলানা ভাসানী ব্রিগেড প্যানেল। এছাড়া একটি আংশিক প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available