• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই মাঘ ১৪৩২ রাত ০৯:২২:০৪ (26-Jan-2026)
  • - ৩৩° সে:

সাবেক ভাইস চেয়ারম্যানের অবৈধ অনুপ্রবেশ নিরাপত্তা শঙ্কায় ইইউবি দুইদিন বন্ধ ঘোষণা

২৬ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:১১:৪০

সাবেক ভাইস চেয়ারম্যানের অবৈধ অনুপ্রবেশ নিরাপত্তা শঙ্কায় ইইউবি দুইদিন বন্ধ ঘোষণা

ইইউবি প্রতিনিধি: রাজধানীর গাবতলিতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

Ad

২৩ জানুয়ারি গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এস. এম. জোবায়ের এনামুল করিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ২৪ ও ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম (ক্লাস) অনলাইনে পরিচালিত হবে এবং সব পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ভর্তি ও হিসাব শাখার দাপ্তরিক কার্যক্রম যথারীতি চালু থাকবে। আগামী ২৭ জানুয়ারি মঙ্গলবার থেকে পূর্বনির্ধারিত নিয়মে সকল শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ইইউবির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানের দ্বন্দ্বকে কেন্দ্র করে ক্যাম্পাসে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুর্নীতিসহ নানা অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২৬ অক্টোবর ইইউবি ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন প্রফেসর ড. মকবুল আহমেদ খান। পরবর্তীতে তার ছেলে আহমেদ ফরহাদ খান তানিম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ছেলে দায়িত্ব গ্রহণের পর বাবা পুনরায় তার পদ ফিরে পেতে চাই।

অন্যদিকে, বর্তমান চেয়ারম্যান আহমেদ ফরহাদ খান তানিম দাবি করেন, তার বাবা ছাত্র আন্দোলনের মুখে স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং তিনি বৈধ প্রক্রিয়ায় ট্রাস্টি বোর্ড গঠন করে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন।

বাবা-ছেলের এই দ্বন্দ্ব এক পর্যায়ে মামলা-মোকাদ্দমায় রূপ নেয়। এ সংক্রান্ত সিভিল রিট পিটিশন নং ৪০৩৫/২৫ মামলায় গত ২০২৫ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট বিভাগ ড. মকবুল আহমেদ খানকে একা ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেন। বয়সজনিত কারণে প্রয়োজনে একজন সহযোগী সঙ্গে নেওয়ার অনুমতিও দেওয়া হয়। তবে সম্প্রতি তিনি বহিরাগত ক্যাডারদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজধানীর দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেজর (অব.) আমিনুর রহমান বলেন, সাবেক চেয়ারম্যান ড. মকবুল আহমেদ খান বহিরাগত সন্ত্রাসী বাহিনী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেন। সেই সাথে যুক্ত হয় শিক্ষার্থী আসিফ সরকার, শামীম আহমেদ এছাড়াও বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত শিক্ষার্থী ইমরান হোসেন জয়, মেহেদী হাসান, সামিরসহ অনেকে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভয়ভীতি দেখানো হয়। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই বিশ্ববিদ্যালয় দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






৩০ হাজার ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা
৩০ হাজার ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা
২৬ জানুয়ারী ২০২৬ রাত ০৮:০২:৫৯

বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
২৬ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৫৩



ভোট দিয়েছেন ৪ লাখের বেশি প্রবাসী
ভোট দিয়েছেন ৪ লাখের বেশি প্রবাসী
২৬ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:০৬


Follow Us